মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫ ০৭:২৫ পিএম
লাউয়াছড়ায় গাছ পড়ে যান চলাচল বন্ধ, আড়াই ঘণ্টা পর স্বাভাবিক
টানা ঝড়-বৃষ্টিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলা শ্রীমঙ্গল-ভানুগাছ আঞ্চলিক সড়কে গাছ পড়ে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
শুক্রবার বেলা ১১টায় ফায়ার সার্ভিসের কর্মীরা বৃষ্টিতে ভিজে সড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান কমলগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলাম।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হয়। সকালে বনের ভেতরে কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। এতে দুই উপজেলার সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সিএনজি চালিত অটো রিকশা চালক কবির হোসেন বলেন, সকালে শ্রীমঙ্গল থেকে ভানুগাছ যাচ্ছিলাম। সড়কে গাছ পড়ার কারনে অনেক ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হয়েছে। লাউয়াছড়ায় সড়কে অনেক গাছ এখনো ঝুকিপূর্ণ হয়ে আছে। কখন কার উপরে এগুলো পড়ে ঠিক নাই। এসব বিষয় দেখা জরুরি।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্রা ফারুকুল ইসলাম বলেন, আজ সকাল ৮ টা ২০ মিনিটের দিকে খবর পাই লাউয়াছড়া সড়কে গাছ পড়ে সড়ক বন্ধ হয়ে আছে। পরে দ্রুত আমরা সেখানে পৌছাই। প্রায় ২ ঘন্টা বৃষ্টিতে ভিজে আমরা রাস্তা থেকে গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করি।
ভোরের আকাশ/এসআই