প্রভাসের বিপরীতে এবার তৃপ্তি, বাদ পড়লেন দীপিকা
প্রভাসের পরবর্তী অ্যাকশন থ্রিলার ‘স্পিরিট’-এ শুরুতে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের অভিনয়ের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ছবিটি থেকে বাদ পড়েছেন তিনি। তার জায়গায় নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন 'অ্যানিম্যাল' খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি।
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত এই প্রজেক্টে তৃপ্তিকে প্রধান নারী চরিত্রে চূড়ান্ত করা হয়েছে। শনিবার (২৪ মে) নিজের ইনস্টাগ্রামে সিনেমার একটি পোস্টার শেয়ার করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তৃপ্তি নিজেই। ক্যাপশনে তিনি লেখেন, “এখনও বিশ্বাস হচ্ছে না! এই যাত্রার অংশ হতে পেরে কৃতজ্ঞ। ধন্যবাদ সন্দীপ রেড্ডি ভাঙ্গা, আমি গর্বিত।”
পরিচালক ভাঙ্গাও একইদিন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান তৃপ্তিকে। তিনি লেখেন, “আমার ছবির প্রধান নারী চরিত্র এখন অফিসিয়ালি ঘোষিত।”
এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউডের উদীয়মান অভিনেত্রী তৃপ্তি দিমরি। এর আগে তৃপ্তিকে দেখা গেছে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিম্যাল’ ছবিতে, যা পরিচালনা করেছিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
প্রসঙ্গত, দীপিকার ছবি থেকে বাদ পড়ার বিষয়ে সূত্র বলছে, অভিনেত্রীর বেশ কিছু শর্ত নিয়ে পরিচালকের সঙ্গে মতবিরোধ দেখা দেয়। তার মধ্যে ছিল দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ, মোটা অঙ্কের পারিশ্রমিক এবং ছবির লাভের একটি নির্দিষ্ট শতাংশ দাবি—যা সিনেমাটির নির্মাতাদের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়।
তবে দীপিকার বিদায়ের পর প্রভাস-তৃপ্তি জুটিকে নিয়ে ইতোমধ্যে দর্শকমহলে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এখন দেখার পালা, এই নতুন জুটিকে কেমনভাবে গ্রহণ করে সিনেপ্রেমীরা।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিতব্য চলচ্চিত্র ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’-তে শাকিব খানকে দেখা যেতে পারে কেন্দ্রীয় চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর ভূমিকায়। সিনেমাটি নির্মাণ করছেন ছোট পর্দার পরিচিত নির্মাতা আবু হায়াত মাহমুদ, যিনি এবারই প্রথম বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, শাকিব খানের সঙ্গে প্রাথমিক আলোচনা, স্ক্রিপ্ট পাঠ, পারিশ্রমিক নির্ধারণসহ অধিকাংশ বিষয়েই ইতোমধ্যে সমঝোতা হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন। নব্বইয়ের দশকের ঢাকায় সংঘটিত বাস্তব কিছু অপরাধ ও গ্যাং কালচারের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে গল্পটি। এতে ফুটে উঠবে কালো টাকা, গ্যাং রাজনীতি, প্রভাবশালী মাফিয়া এবং শহরের অপরাধজগতের অন্ধকার দিক। এসব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকবে ‘কালা জাহাঙ্গীর’ নামের এক আলোচিত সন্ত্রাসী চরিত্র।প্রথম দিকে সিনেমার প্রধান চরিত্রে শরিফুল রাজ কিংবা মোশাররফ করিমের অভিনয়ের গুঞ্জন শোনা গেলেও নির্মাতা সে সময় বিষয়টি পুরোপুরি অস্বীকার করেননি। তবে এবার প্রজেক্টে শাকিব খানের যুক্ত হওয়ার খবরে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে।নির্মাতা সূত্রে জানা গেছে, ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী সময় ও প্রস্তুতি নিয়েই শাকিব খানকে যুক্ত করা হয়েছে এই প্রজেক্টে।অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান ও শহীদুজ্জামান সেলিমও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বলে শোনা যাচ্ছে। তবে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনও ঘোষণা করা হয়নি।সিনেমাটি মুক্তির আগেই ঢালিউডে বড় বাজেট ও আলোচিত চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর জন্য সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।ভোরের আকাশ//হ.র
দীর্ঘদিন ধরে বলিউড অভিনেতা আমির খান ও অভিনেত্রী ফাতিমা সানা শেখকে ঘিরে প্রেমের গুঞ্জন চলছিল। একসঙ্গে কাজ করার সুবাদে তাদের ঘনিষ্ঠতা নিয়ে নানা মুখরোচক গুঞ্জন ছড়ালেও এতদিন এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি আমির। অবশেষে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করলেন তার অবস্থান।সাক্ষাৎকারে ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার শুটিং এবং কাস্টিং নিয়ে কথা বলতে গিয়ে আমির জানান, সিনেমাটির জন্য উপযুক্ত নারী চরিত্র বেছে নিতে নির্মাতারা বেশ বেকায়দায় পড়েছিলেন। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুরসহ একাধিক শীর্ষস্থানীয় অভিনেত্রী সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।পরিস্থিতির চাপে পড়ে প্রযোজক আদিত্য চোপড়া ও পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য শেষ পর্যন্ত ফাতিমা সানার নাম প্রস্তাব করেন। তবে সে সময় একটি বিষয় নিয়ে তারা দ্বিধায় ছিলেন— এর আগে ‘দঙ্গল’ সিনেমায় আমির খান ও ফাতিমা বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন, আর এবার প্রেমিক-প্রেমিকা হিসেবে দর্শক কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে সংশয় ছিল।এ বিষয়ে আমির বলেন, “ভিক্টর (পরিচালক) আর আদিত্য বলেছিলেন, ‘তাকে (ফাতিমা) নিলেও তোমার সঙ্গে তার কোনো রোমান্সের দৃশ্য থাকবে না। কারণ সে তো ‘দঙ্গল’-এ তোমার মেয়ে ছিল। এবার যদি সে তোমার প্রেমিকা হয়, দর্শক মেনে নেবে না।’”তবে নিজের মত থেকে সরেননি আমির খান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমি এসব বিশ্বাস করি না। আমি ফাতিমার বাবা না, বয়ফ্রেন্ডও না। আমরা কেবল একটি সিনেমা বানাচ্ছি, ব্যাস। চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক খোঁজা অপ্রয়োজনীয়।”তিনি আরও উদাহরণ দিয়ে বলেন, “অমিতাভ বচ্চন তো রাখির সঙ্গে কখনো প্রেমিক, কখনো আবার তার ছেলের চরিত্রে অভিনয় করেছেন। ওয়াহিদা রেহমানজির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এটা নতুন কিছু নয়।”আমিরের মতে, দর্শকের উপর এমন অনাস্থা রাখা উচিত নয়। তিনি বলেন, “যদি আমরা বলি দর্শক মেনে নেবে না, তাহলে তো আমরা তাদেরই হেয় করছি।”সাক্ষাৎকারের মাধ্যমে অভিনেতা তার ও ফাতিমার সম্পর্ক নিয়ে চলমান জল্পনা-কল্পনায় একরকম ইতি টানলেন বলে মনে করছেন বলিউড সংশ্লিষ্টরা।ভোরের আকাশ//হ.র
চলতি বছরে গানে নিয়মিত হয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। স্টেজ শোর পাশাপাশি নতুন গানে কণ্ঠ দিচ্ছেন বরেণ্য এই কণ্ঠশিল্পী। সোমবার দুপুরে ‘প্রাণের বাংলাদেশ’ শিরোনামে নতুন একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা ও সুর রচনা করেছেন আরিফ হোসেন বাবু। সংগীত পরিচালনায় ছিলেন রোহান রাজ। অরিন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে খুব শিগগির গানটি প্রকাশ হবে।গান প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘গানটির কথাগুলো খুব সুন্দর। প্রচলিত আধুনিক সুরে দেশের গানটি বেশ ভালো। আমার কাছে ভালো লেগেছে বলে গানটি গাইতে রাজি হয়েছি। নতুনদের সঙ্গে গান করতে আমার ভালো লাগে। রোহান যেমন ভালো গায়, তেমনই এ গানে ভালো সংগীতও করেছে। আশা করছি দেশের গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’গানটির গীতিকার-সুরকার আরিফ হোসেন বাবু বলেন, ‘গান নিয়ে সাবিনা আপার পাশে দাঁড়ানোও একটা সৌভাগ্যের বিষয়। আমার দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে। এমন একজন কিংবদন্তির কণ্ঠে আমার একটি গান থাকা এটি অনেক বড় আনন্দের।’সংগীত পরিচালক রোহান রাজ বলেন, ‘গান নিয়ে ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি। যাদের গান শুনে বড় হয়েছি তাদের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য ভীষণ আনন্দের। তার মধ্যে সাবিনা আপা আমাদের লিজেন্ড। তিনি আমার সংগীতে গেয়েছেন এটিই আমার জন্য বড় পাওয়া।’সাবিনা ইয়াসমিনের সর্বশেষ প্রকাশিত দেশের গান ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’। গানটিতে দ্বৈত কণ্ঠে ছিলেন আসিফ আকবর। এটি লিখেছেন মনিরুজ্জামান মনির। সুর-সংগীত পরিচালনা করেছেন মনোয়ার হোসাইন টুটুল।ভোরের আকাশ/এসএইচ
বহুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন চলছিল—বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও প্রকাশ্যে একসঙ্গে তাদের না দেখা যাওয়ার কারণে এই জল্পনা আরও জোরালো হয়। কেউ কেউ তো বলেছিলেন, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে বনিবনা না হওয়াতেই নাকি তৈরি হয়েছে সম্পর্কের টানাপড়েন।তবে এবার এসব গুঞ্জনে সোজাসাপ্টা জবাব দিলেন অভিষেক বচ্চন নিজেই। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পরিষ্কার জানিয়ে দেন, তাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই এবং এসব গুজবের প্রতি তিনি গুরুত্বও দেন না।অভিষেক বলেন, ‘কে কী বলল, তা নিয়ে আমার কিছু যায় আসে না। তবে আমার একটি পরিবার আছে, যারা এসব শুনে কষ্ট পায়। নেতিবাচক খবর বেশি বিক্রি হয়, তাই ব্যাখ্যা দিলেও তা বিকৃত করা হয়। আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই।’তিনি আরও বলেন, ‘যারা এসব মন্তব্য করে, তাদের ভাবা উচিত, তাদের কথায় অন্যরা কষ্ট পায়। কম্পিউটারের সামনে বসে ভুলভাল মন্তব্য করা কোনো কাজের কথা নয়। আমি এসব কথায় পাত্তা দিই না, কারণ এগুলো আমার জীবনে প্রভাব ফেলে না।’উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়। দীর্ঘ দাম্পত্য জীবনের মাঝপথে নানা গুজব ছড়ালেও এখন পর্যন্ত সম্পর্ক অটুট রয়েছে বলে জানালেন খোদ অভিষেক বচ্চন।ভোরের আকাশ//হ.র