আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ০৩:৫৫ এএম
পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের দৃঢ় অবস্থান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আন্তর্জাতিক চাপ ও সাম্প্রতিক হামলার মাঝেও নিজেদের পরমাণু কর্মসূচি থেকে একচুলও পিছিয়ে আসবে না ইরান— এমনই দৃঢ় ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (২৩ জুলাই) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখবে। আন্তর্জাতিক আইনের আওতায় থেকে আমরা আমাদের বৈজ্ঞানিক সক্ষমতা গড়ে তুলব।”
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিশ্চিত করেন, সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের কিছু পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি স্পষ্ট করে দেন, এসব হামলা ইরানকে তার বৈজ্ঞানিক ও কৌশলগত লক্ষ্য থেকে সরাতে পারবে না।
এ প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “আমরা পারমাণবিক অস্ত্র চাই না। এটি আমাদের ধর্মীয়, রাজনৈতিক ও কৌশলগত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে কোনোভাবেই সরে আসা যাবে না।”
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান বলেন, “ট্রাম্প বলেছেন— ইরানের পারমাণবিক কর্মসূচি শেষ হয়ে গেছে। আমি তাকে বলতে চাই, এটি একটি বিভ্রম মাত্র। আমাদের পারমাণবিক জ্ঞান ও ক্ষমতা আমাদের বিজ্ঞানীদের মনে আছে, শুধু স্থাপনাগুলোতে নয়।”
তিনি আরও যোগ করেন, “আমরা কূটনীতিতে বিশ্বাস করি। তবে আলোচনার টেবিল যুক্তির ভিত্তিতে সাজাতে হবে, হুমকি কিংবা একতরফা শর্ত মেনে নেওয়ার প্রশ্নই আসে না।”
বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই অবস্থান ভবিষ্যতের আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্রে ইরানের শক্ত অবস্থানেরই ইঙ্গিত দেয়।
ভোরের আকাশ//হ.র