আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ১১:২১ এএম
ব্রাজিলের পণ্যে ৫০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া বন্ধেরও দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প এই ঘোষণা দেন।
ট্রাম্প অভিযোগ করেন, “ব্রাজিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে এবং বলসোনারোর বিরুদ্ধে ডাইনি শিকারের মতো বিচার চলছে।” উল্লেখ্য, ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দিতে ষড়যন্ত্রের অভিযোগে বলসোনারো বর্তমানে বিচারের মুখে রয়েছেন।
ট্রাম্পের মন্তব্যের জবাবে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, “যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর শুল্ক বাড়ায়, তাহলে আমরাও পাল্টা ব্যবস্থা নেব।”
তিনি আরও বলেন, “আমরা বিচারব্যবস্থায় কোনো হস্তক্ষেপ সহ্য করব না। আইনের ঊর্ধ্বে কেউ নয়।”
ট্রাম্প এর আগেও বলসোনারোর বিচার নিয়ে মুখ খুলেছিলেন। গত সপ্তাহে বলসোনারোর বিরুদ্ধে মামলাকে তিনি “আন্তর্জাতিক লজ্জা” বলে মন্তব্য করেন, যার জবাবে বলসোনারো তাকে ধন্যবাদ জানান।
বিবিসি আরও জানিয়েছে, এই সপ্তাহে ট্রাম্প ২২টি দেশের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এসব দেশের মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কার মতো যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদারও রয়েছে। তবে ব্রাজিলের ক্ষেত্রে ৫০% শুল্ক অন্যসব দেশের তুলনায় সবচেয়ে বেশি, যা আগে ঘোষণা দেওয়া ১০% হারের চেয়ে অনেক বেশি।
ট্রাম্প দাবি করেন, “বর্তমান মার্কিন সরকারের অন্যায় নীতির সংশোধনে এই পদক্ষেপ নেওয়া জরুরি।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার অধীনে ব্রাজিলের ডিজিটাল বাণিজ্য নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করবেন, যা ভবিষ্যতে আইনি ভিত্তিতে শুল্ক আরোপে সহায়তা করবে।
ট্রাম্পের বক্তব্যে আরও উঠে আসে, “ব্রাজিলের আদালতের আদেশের ফলে ট্রাম্প মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে।”
উল্লেখ্য, ব্রাজিল ইতোপূর্বে ইলন মাস্কের মালিকানাধীন ‘এক্স’ (সাবেক টুইটার)-এর কিছু অ্যাকাউন্ট নিষিদ্ধ করার আদেশ দিয়েছিল, যেগুলো নির্বাচনের ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত ছিল।
রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত সাম্প্রতিক ব্রিকস শীর্ষ সম্মেলন নিয়েও ট্রাম্প কটাক্ষ করেন। তিনি বলেন, “ব্রিকস এখন একটি মার্কিনবিরোধী জোটে পরিণত হয়েছে।”
ট্রাম্প এই জোটের দেশগুলোর পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাও দেন।
প্রেসিডেন্ট লুলা দা সিলভা ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, “পৃথিবী পাল্টে গেছে, আমরা আর কোনো সম্রাট চাই না।”
ভোরের আকাশ//হ.র