আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ০৪:০৩ এএম
সব নাগরিককে নগদ সহায়তার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
বিপুল মূল্যস্ফীতির মুখে দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বুধবার (২৩ জুলাই) মালয়েশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আনোয়ার বলেন, দেশের ১৮ বছরের বেশি বয়সী প্রতিটি নাগরিককে ১০০ রিঙ্গিত (প্রায় ২,৫০০ টাকা) করে নগদ সহায়তা দেওয়া হবে। এই অর্থ বিতরণ শুরু হবে ৩১ আগস্ট থেকে।
মূল্যবৃদ্ধির কারণে জনসাধারণের মধ্যে ক্ষোভ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী আরও জানান, সরকার জ্বালানির দামও কিছুটা কমানোর উদ্যোগ নিচ্ছে।
এ ঘোষণার ঠিক আগেই রাজধানী কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ দাবিতে আগামী শনিবার বড় ধরনের আন্দোলনের ডাক দেয় দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। পুলিশের ধারণা, এই বিক্ষোভে ১০ থেকে ১৫ হাজার মানুষ অংশ নিতে পারে।
বিক্ষোভকারীরা অভিযোগ তুলছেন—প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এবং কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন।
সরকারি ব্যয় মেটাতে এবং রাজস্ব বাড়াতে আনোয়ার প্রশাসন একাধিক অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে—বিদ্যুৎ বেশি ব্যবহারে অতিরিক্ত বিল, পণ্য ও সেবার ওপর ট্যাক্স বৃদ্ধি, এবং শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণ।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, এসব পদক্ষেপের লক্ষ্য মূলত ধনী ব্যক্তি ও বড় ব্যবসাগুলোর কাছ থেকে বেশি কর আদায় করা। তবে সমালোচকরা বলছেন, এই উদ্যোগের বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই বহন করতে হচ্ছে।
চলতি বছর সরকারের পক্ষ থেকে মোট ১৫ বিলিয়ন রিঙ্গিত নগদ সহায়তা ব্যয়ের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সূত্র: রয়টার্স
ভোরের আকাশ//হ.র