আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ০৩:৫৪ এএম
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৩১, আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। চলমান এই সহিংসতায় সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা। এবার নতুন করে নিহত আরও দুই ফিলিস্তিনি সাংবাদিকের নাম প্রকাশ করেছে গাজার সরকারি মিডিয়া অফিস। এর ফলে অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩১ জনে।
বুধবার (২৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, নিহতদের মধ্যে রয়েছেন ফটোসাংবাদিক তামের আল-জা’আনিন এবং সংবাদপত্র সম্পাদক ওয়ালা আল-জাবারি। গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে বলা হয়েছে, এই দুই সাংবাদিককে ইসরায়েলি বাহিনী ঠাণ্ডা মাথায় হত্যা করেছে।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানিয়েছে, তামের আল-জা’আনিন বিভিন্ন সংবাদ সংস্থার হয়ে ফটোসাংবাদিক হিসেবে কাজ করতেন। অন্যদিকে, ওয়ালা আল-জাবারি একাধিক মিডিয়া আউটলেটের সঙ্গে সংবাদপত্র সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন।
গাজার মিডিয়া অফিস ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সাংবাদিকদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করে হত্যা, নির্যাতন এবং দমন-পীড়নের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) এক ভাষণে তিনি বলেন, ‘গাজায় ইসরায়েলের সহিংসতা এমন মাত্রায় পৌঁছেছে, যা নাৎসি অপরাধকেও ছাড়িয়ে গেছে।’
এরদোয়ান আরও বলেন, মানবিক বিপর্যয়ের মুখে থাকা গাজায় এখন খাদ্য, পানি ও চিকিৎসাসেবার চরম সংকট দেখা দিয়েছে। তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে চাপ বাড়ানোর অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
ভোরের আকাশ//হ.র