ধর্ম ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ০১:৪৬ এএম
যে ৫ কারণে রিজিক কমে যায়
রিজিক বা জীবিকার সংস্থান আল্লাহতায়ালার বিশেষ নিয়ামত। হালাল রিজিক শুধু জীবনধারণের চাহিদা পূরণই করে না, বরং ইবাদত কবুল হওয়ারও অন্যতম শর্ত। আমাদের সমাজে মানুষ দিনরাত হালাল রিজিকের জন্য পরিশ্রম করে। তবে অনেক সময় দেখা যায়, আয় থাকলেও তাতে আর আগের মতো বরকত থাকে না—রিজিক যেন কমতে শুরু করে।
কোরআন-হাদিসে রিজিক কমে যাওয়ার কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। আল্লাহতায়ালা কোরআনে বলেন, “তোমার রব যাকে ইচ্ছা রিজিক দেন প্রশস্তভাবে, আবার যাকে ইচ্ছা দেন সীমিত করে। কিন্তু অনেক মানুষই এটা বোঝে না।” (সুরা সাবা : ৩৬)
রিজিক কমে যাওয়ার ৫ কারণ
১. হারাম উপার্জন
আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, “হে মানবজাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ কর।” (সুরা বাকারা : ১৬৮)
হারাম উপার্জনে বরকত কমে যায়। নবীজি (সা.) বলেছেন, “যে ব্যক্তি হালাল উপায়ে সম্পদ অর্জন করে, তাকে বরকত দান করা হয়।” (মুসলিম : ১০৫২)
২. পাপ কাজে লিপ্ত থাকা
নবীজি (সা.) বলেছেন, “মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়।” (ইবনে মাজাহ : ৪০২২)
৩. সুদের কারবার করা
সুদের সঙ্গে সম্পৃক্ত হলে ব্যবসার বরকত নষ্ট হয়। কোরআনে বলা হয়েছে, “আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে বর্ধিত করে দেন।” (সুরা বাকারা : ২৭৬)
৪. প্রতারণা ও মিথ্যা কসম
রাসুল (সা.) বলেছেন, “মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয়, কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়।” (মুসলিম : ১৬০৭)
৫. অকৃতজ্ঞতা
আল্লাহতায়ালা বলেন, “আর যদি অকৃতজ্ঞ হও, তবে মনে রেখো, আমার শাস্তি বড়ই কঠোর।” (সুরা ইবরাহিম : ৭)
রিজিক আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নেয়ামত। তাই হালাল উপার্জন, পাপ থেকে বিরত থাকা এবং শুকরিয়া আদায়ের মাধ্যমে এই নেয়ামতে বরকত ধরে রাখা সম্ভব।
ভোরের আকাশ//হ.র