নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারী ২০২৬ ০৩:৫১ পিএম
আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল
আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। এই সিদ্ধান্তের পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এরই ধারাবাহিকতায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে সফর না করার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিদ্ধান্তটি নিয়ে দেশের ক্রীড়া অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা প্রকাশ্যে কড়া প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া এসেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করে এটিকে বাংলাদেশের ক্রীড়া মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন।
বিএনপি মহাসচিব মনে করেন, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার মাধ্যমে অপমান করা হয়েছে। আর তাকে অপমান করা বাংলাদেশকে অপমান করার সামিল বলেই মনে করেন তিনি। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথেমতবিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুলের ভাষ্য, ‘ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি জড়িত আছে, দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদেরএকজন ক্রিকেটারকে (মুস্তাফিজ) অপমান করা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের (ভারতে খেলতে না যাওয়া) সাথে আমরা একমত। তবে এটাও মনে করি যে, ছোট ছোট বিষয়গুলো নিয়েও আমাদের একমত হওয়া উচিত।’
বাংলাদেশ চায় বিপিএলের ভেন্যু পরিবর্তন করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে। বিষয়টি নিয়ে আইসিসিকে চিঠিতে জানিয়েছে বিসিবি। আজ সোমবার বা মঙ্গলবারের মধ্যে চিঠির জবাব দেয়ার কথা আইসিসির।