× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২৫ ০১:৩২ পিএম

জবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

জবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

তিন দফা দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম ‘জবি ঐক্য’-এর সিদ্ধান্তের ভিত্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণায় জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং শিক্ষার্থীরা কাকরাইল মসজিদের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদসহ অন্যান্য ছাত্রসংগঠনের নেতারা।

আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। শিক্ষার্থীদের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে।”

তবে পরিস্থিতি শান্ত রাখতে এবং দাবি আদায়ের বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দ্রুত বৈঠক করে শিক্ষার্থীদের তিন দফা দাবির বিষয়ে সমাধানের চেষ্টা করা হবে। যৌক্তিক আন্দোলনে সরকারের আপত্তি নেই, তবে অযৌক্তিক চাপ সৃষ্টি করলে সরকার কঠোর অবস্থান নেবে।”

এর আগে, তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লংমার্চ করে শিক্ষার্থীরা। কাকরাইল এলাকায় মিছিল পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে আহত হন কয়েকজন। পরে আন্দোলনের সময় এক শিক্ষার্থী তথ্য উপদেষ্টার মাথায় পানির বোতল ছুড়ে মারেন বলে অভিযোগ ওঠে।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, “এই ঘটনার পেছনে কারা আছে, তা খতিয়ে দেখা দরকার। আমরা মনে করি এটি আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টা।”

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
. ২০২৫-২৬ অর্থবছর থেকে ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করতে হবে।
. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাঁট না করে অনুমোদন করতে হবে।
. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন করে বাস্তবায়ন শুরু করতে হবে।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে

এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে

এনবিআরে হচ্ছেটা কী

এনবিআরে হচ্ছেটা কী

এনবিআরে আন্দোলনের পেছনে ‘ব্যবসায়ীদের’ ইন্ধন: অর্থ উপদেষ্টা

এনবিআরে আন্দোলনের পেছনে ‘ব্যবসায়ীদের’ ইন্ধন: অর্থ উপদেষ্টা

কাফনের কাপড় পরে কর্মসূচিতে এনবিআর কর্মকর্তারা

কাফনের কাপড় পরে কর্মসূচিতে এনবিআর কর্মকর্তারা

ঢামেক শিক্ষার্থীদের আল্টিমেটাম

ঢামেক শিক্ষার্থীদের আল্টিমেটাম

 মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন

সংশ্লিষ্ট

ডাকসু নির্বাচন কমিশন গঠন

ডাকসু নির্বাচন কমিশন গঠন

জবি শিক্ষার্থীদের গণ-অনশন আগামীকাল জুমার পর

জবি শিক্ষার্থীদের গণ-অনশন আগামীকাল জুমার পর

জবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

জবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

আড়াই মাস পর কুয়েট খুললেও ক্লাস হয়নি

আড়াই মাস পর কুয়েট খুললেও ক্লাস হয়নি