মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ০৮:০১ পিএম
ছবি: ভোরের আকাশ
যথাযোগ্য মর্যদার মধ্যদিয়ে মণিরামপুরে তোপদ্ধনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, দিবসের তাৎপর্যতুলে ধরে আলোচনাসভা, ক্রীড়া ও সাংস্কৃতিকসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার মণিরামপুরে বিজয় দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জামায়াতে ইসলামী, প্রেসক্লাব, বাংলাদেশ স্কাউটস, পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা, সামাজিক, পেশোজীবী, ব্যবসায়ীক, স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের মিনি ষ্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বর্নাঢ্য র্যালী শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে দলিয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুরূপভাবে র্যালী বের করা হয়। এতে নেতৃত্ব দেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। প্রেসক্লাবের উদ্যোগে র্যালী শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এতে নেতৃত্ব দেন প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান ও সম্পাদক মোতাহার হোসেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যৌথ ভাবে বীর মুক্তিযোদ্ধ গোলাম রসুল, সহকারি অধ্যাপক মুহিবুল্লাহ মনু, আসাদুজ্জামান রয়েল।
ভোরের আকাশ/তা.কা