ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫ ১২:৩৬ পিএম
নবীনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নে বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে নবীনগর পৌর এলাকার সদর বাজারের সালাম রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, "সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।" গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা নবীনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে, গোলাম মোস্তফার পরিবার তার গ্রেপ্তারকে রাজনৈতিক হয়রানি বলে দাবি করেছেন।
ভোরের আকাশ/এসএইচ