× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অধিকার প্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান অ্যাডভোকেট মনজিল মোরসেদের

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৫ ০৬:৪৮ পিএম

অধিকার প্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান অ্যাডভোকেট মনজিল মোরসেদের

অধিকার প্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান অ্যাডভোকেট মনজিল মোরসেদের

অধিকার প্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদ। গতকাল বুধবার (১৪ মে) কানাডার টরেন্টর ফার্মেসি এভিনিউ এর কমিউনিটি সেন্টারে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচ আর পি বি) কানাডা শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন মনজিল মোরসেদ। সেখানে সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট এ্যাডভোকেট মনজিল মোরসেদকে সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এইচআরপিবির কানাডা শাখার আহ্বায়ক এডভোকেট আফিয়া বেগম। সভায় আরো বক্তব্য রাখেন HRPB কানাডা শাখার সদস্য সচিব প্রফেসর হাওলাদার এ সামাদ এবং সংগঠনের চিফ অ্যাডভাইজার আলিমুল হায়দারী। উক্ত সভায় HRPB কানাডা শাখার নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

সংবর্ধনা সভায় HRPB এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ বলেন, প্রবাসীরা বাংলাদেশে তাদের বিভিন্ন অধিকার হতে আইনি দীর্ঘসূত্রিতার কারণে বঞ্চিত হচ্ছেন। লক্ষ লক্ষ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে এবং বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। তারা তাদের কষ্টে উপার্জিত অর্থ দেশে বিনিয়োগ করে সহায় সম্পত্তি ব্যবসা-বাণিজ্য গড়ে তোলেন। কিন্তু সময়ের পরিক্রমায় বিভিন্নভাবে প্রভাবশালী বা আত্মীয়-স্বজনেরা প্রবাসীদের সম্পত্তি ব্যবসা-বাণিজ্য জোর-পূর্ব দখল করে থাকেন। উক্ত সম্পত্তি উদ্ধার করতে গেলে তারা নিগৃহীত ও নির্যাতিত হন। এমনকি মিথ্যা মামলায় জড়িয়ে তাদের দেশে আসাও বন্ধ করা হয়। সম্পত্তি নিয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা দায়েরের মাধ্যমে যে আইনি জটিলতার সৃষ্টি হয়।

এছাড়াও আইনি দীর্ঘ সূত্রীতার কারণে প্রবাসীরা তাদের ন্যায়বিচার হতে বঞ্চিত হয়। এডভোকেট মনজিল মোরসেদ বলেন, প্রবাসীদের হয়রানি থেকে মুক্তির জন্য সুনির্দিষ্ট আইনী কাঠামো গঠন করা দরকার। তিনি প্রবাসীদের হয়রানি বন্ধের লক্ষ্যে প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি এ অবস্থা বিভিন্ন দেশের প্রবাসীদের একত্রিত হয়ে প্রবাসী ট্রাইবুনার ঘটনার দাবিতে জোরালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এ বিষয়ে তিনি আরো বলেন, দল মত নির্বিশেষে সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি আদায়ে একত্রিত হতে বলেন।

এডভোকেট মনজিল মোরসেদ আরো বলেন, প্রবাসীরা যদি দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তাদের অধিকার আদায়ের সোচ্চার হন তাহলে তাদের অধিকার প্রতিষ্ঠা সহজ হবে।

তিনি কানাডার সকল প্রবাসীদের HRPB-এর নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় একত্রিত হওয়ার আহ্বান জানান।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 জবি আন্দোলন নিয়ে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট

জবি আন্দোলন নিয়ে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট

সংশ্লিষ্ট

অধিকার প্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান অ্যাডভোকেট মনজিল মোরসেদের

অধিকার প্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান অ্যাডভোকেট মনজিল মোরসেদের

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হাফেজে কোরআন নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হাফেজে কোরআন নিহত

ইউক্রেনের হামলায় আশুগঞ্জের তরুণ নিহত

ইউক্রেনের হামলায় আশুগঞ্জের তরুণ নিহত

মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশি আটক