চলনবিল প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ০৯:৪৫ পিএম
ছবি-ভোরের আকাশ
অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘স্বপ্নের যাত্রা’ নামক অরাজনৈতিক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চান্দাইকোনা এলাকায় আলোচনার মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে মো. আলহাজ্ব আলীকে সভাপতি, মো. বেলাল আকন্দকে সাধারণ সম্পাদক, মো. তানভীর রিফতকে সাংগঠনিক সম্পাদক, শাকিল আকন্দকে কোষাধ্যক্ষ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে কেএম মো. ইব্রাহীম নির্বাচিত হন। পাশাপাশি ১০জনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে সংগঠনটির নবযাত্রা উপলক্ষে চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম মাদ্রাসা চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সাইদুল ইসলাম আবির জানান, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সেবা-সহযোগিতা প্রদানই সংগঠনের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, “সংগঠনের প্রত্যেক সদস্য যেকোনো বিপদে মানুষের পাশে থেকে কাজ করবে।”
ভোরের আকাশ//হ.র