মাসুদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১০:৩২ পিএম
ছবি-ভোরের আকাশ
মানবিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
তিনি বলেন, ‘‘জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দও, সুশৃঙ্খল, সাজানো-গোছানো কল্যাণের।”
আজ মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের ভোটকেন্দ্র কমিটির সভায় তিনি এসব কথা বলেন। শুক্রবার সকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নানা দিকনির্দেশনামূলক বিষয় নিয়ে এই সভা হয়।
বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘‘আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতিকে বিদায় জানানো হবে। মানুষ সুশৃঙ্খলভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সকল ধর্মের মানুষেরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবে। এদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।”
এতে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, আইনজীবী বিভাগের সভাপতি আবুল খায়ের শহিদ, কোতয়ালী দক্ষিণ থানা জামায়াতের আমির তরিকুল ইসলাম, নায়েবে আমির সালাউদ্দিন মাসুম, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য শামীম কবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতয়ালী থানার সভাপতি মাহমুদুল হাসান কামাল আরও অনেকে।
সভাপতিত্ব করেন ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি সৈয়দ ছিদ্দিকুর রহমান আজাদ। এছাড়াও কোতয়ালী থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সেলিম হাওলাদার, সহসভাপতি আবু জাফর, কোতয়ালী দক্ষিণ থানা জামায়াতের সেক্রেটারি আ. রউফ, ১০ নম্বর ওয়ার্ড সেক্রেটারি প্রকৌশলী জাহাঙ্গীর আকন, বরিশাল সাংস্কৃতিক কেন্দ্রের নির্বাহী সদস্য প্রভাষক আবু জাফর শাহীন, এনামুল হক আরও অনেকে উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ//হর