সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫ ০৪:২৩ পিএম
চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে নির্মাণের দাবি
বাংলাদেশে প্রস্তাবিত ১,০০০ শয্যাবিশিষ্ট চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
তিনি বলেন, বাংলাদেশে চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে তিনটি ১,০০০ বেডের আধুনিক হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যমুনা নদীর তীরবর্তী জেলা সিরাজগঞ্জে এ ধরনের একটি হাসপাতাল নির্মাণের জন্য পর্যাপ্ত সরকারি জমি রয়েছে। সিরাজগঞ্জে হাসপাতালটি নির্মিত হলে উত্তরাঞ্চলসহ সারা দেশের মানুষ সহজে সেবা গ্রহণ করতে পারবে। কারণ সড়ক, রেল ও নৌপথে দেশের যেকোনো প্রান্ত থেকে সিরাজগঞ্জে যাতায়াত সহজ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাড. শাকিল মো. শরিফুল হায়দার (রফিক সরকার), কামারখন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নাসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
ভোরের আকাশ/এসএইচ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৪ ঘন্টা আগে
আপডেট : ৪ ঘন্টা আগে
চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে নির্মাণের দাবি
বাংলাদেশে প্রস্তাবিত ১,০০০ শয্যাবিশিষ্ট চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
তিনি বলেন, বাংলাদেশে চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে তিনটি ১,০০০ বেডের আধুনিক হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যমুনা নদীর তীরবর্তী জেলা সিরাজগঞ্জে এ ধরনের একটি হাসপাতাল নির্মাণের জন্য পর্যাপ্ত সরকারি জমি রয়েছে। সিরাজগঞ্জে হাসপাতালটি নির্মিত হলে উত্তরাঞ্চলসহ সারা দেশের মানুষ সহজে সেবা গ্রহণ করতে পারবে। কারণ সড়ক, রেল ও নৌপথে দেশের যেকোনো প্রান্ত থেকে সিরাজগঞ্জে যাতায়াত সহজ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাড. শাকিল মো. শরিফুল হায়দার (রফিক সরকার), কামারখন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নাসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
ভোরের আকাশ/এসএইচ