গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ০৭:৫৯ পিএম
ছবি: ভোরের আকাশ
গাইবান্ধায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’–সংক্রান্ত একদিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টায় গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) যাদব সরকার, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলাম, রংপুর ইউনিসেফ আঞ্চলিক ফিল্ড অফিসার মো. মঞ্জুর আহমেদ, উপপরিচালক (মহিলা ও সমন্বয়ক) গাজী শরীফা ইয়াসমিন, সহকারী পরিচালক হৃদয় মাহমুদ চয়ন, মনিটরিং অফিসার ডা. জাকারিয়া প্রমুখ।
উল্লেখ্য, টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
ভোরের আকাশ/জাআ