শান্তিরক্ষা মিশনে হামলায় নিহত সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে
সুদানে জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে একজন হলেন লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া। তার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়।রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে মহদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দা ফিরোজ আকন্দ জানান, প্রায় ৭–৮ বছর আগে সবুজ মিয়া বাংলাদেশ সেনাবাহিনীতে লন্ড্রি কর্মচারী হিসেবে যোগ দেন।ছবি: ভোরের আকাশনিহত সবুজ মিয়া পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের আমলাগাছি (ছোট ভগবানপুর) গ্রামের বাসিন্দা। তিনি মৃত হাবিবুর রহমান ও ছকিনা বেগমের ছেলে। ছোটবেলায় বাবাকে হারান সবুজ।এক ভাই ও এক বোনের মধ্যে সবুজ মিয়া ছিলেন ছোট। তার বড় বোনের বিয়ে হয়েছে। তিনি এক বছর আগে নাটোর জেলায় বিবাহ করেন। তার স্ত্রী ও মা বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। তিন মাস আগে ছুটিতে বাড়িতে এসে পুনরায় কর্মস্থলে যোগ দেন তিনি।এদিকে, সবুজ মিয়ার মৃত্যুর খবরে তার মা, স্ত্রীসহ স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। একই সঙ্গে পুরো গ্রামজুড়েই নেমে এসেছে শোকের ছায়া।পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ জানান, নিহতের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। দ্রুত এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।উল্লেখ্য, সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর আনুমানিক ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এতে দায়িত্ব পালনরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন এবং আরও আটজন আহত হন।ভোরের আকাশ/তা.কা
১৪ ডিসেম্বর ২০২৫ ০৭:০৭ পিএম
গাইবান্ধায় কলেজছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
গাইবান্ধার সাদুল্লাপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে হাবিব মিয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। একইসঙ্গে ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দিকে ডিএমপি মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যানের ১ নম্বর রোডের ভাই-ভাই টি স্টোরের সামনে থেকে ছাত্রীকে উদ্ধারসহ এ আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি হাবিব মিয়া সাদুল্লাপুর উপজেলার হায়দার আলীর ছেলে।এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ছাত্রী সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজে অধ্যায়ন করছে। এ কলেজের যাতায়াতের রাস্তায় একা পেয়ে আসামি হাবিব মিয়া তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে বিরক্ত করতো। কিন্তু ছাত্রীটি রাজি না হলে হাবিব মিয়া ক্ষুব্ধ হয়ে এবং তার কয়েকজন সহযোগী মিলে গত ১১ অক্টোবর ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে তখন থেকে আসামিরা আত্নগোপন থাকেন। এ আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে শুক্রবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ গাইবান্ধা ও র্যাব-২ মোহাম্মদপুরের যৌথ দল অভিযান পরিচালনা করে। এসময় মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকার ভাই-ভাই টি স্টোরের সামন থেকে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধারসহ আসামি হাবিব মিয়াকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য অপহৃতা ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
১৩ ডিসেম্বর ২০২৫ ১০:০৬ এএম
গাইবান্ধায় ৭৭০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহাফুজার রহমান (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। একইসঙ্গে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।এর আগে গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মহেশপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করে র্যাব-১৩ গাইবান্ধার দল।গ্রেফতার মাহাফুজার রহমান রংপুরের পীরগঞ্জ উপজেলার মিলনপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাহাফুজার রহমানের মোটরসাইকেল তল্লাশি করে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। এসময় এ মাদকের দায়ে মাহাফুজার রহমানকেও গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উক্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।ভোরের আকাশ/মো.আ.
গাইবান্ধায় প্রকাশ্যে দিনের আলোতেই রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের ডান হাতের কবজি কেটে দিয়েছেন দুর্বৃত্তরা। এ সময় রুবেলের সঙ্গে থাকা বন্ধু মোশারফ রহমানও আহত হন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদতালতে পাঠিয়েছে পুলিশ।মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। এর আগে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের শাপলা মিল এলাকায় এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা শহরের মধ্য ধানঘড়া এলাকার আকবর আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম বাবু (৪৬) ও সুলতান মিয়া (৩৬) এবং একই এলাকার নুর আলমের ছেলে রাকিব মিয়া (২৫)।কবজি বিচ্ছিন্ন হওয়া রুবেল মিয়া গাইবান্ধা পৌর শহরের মুহুরিপাড়া এলাকার মোকাব্বর মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বন্ধু মোশারফ রহমানের সঙ্গে দেখা করতে শাপলা মিল এলাকায় যান রুবেল মিয়া। সেখানে পৌঁছাতেই পূর্বশত্রু তার জেরে সুখনগর এলাকার বাবুসহ পাঁচ থেকে সাত জন দুর্বৃত্ত প্রকাশ্যে অতর্কিতভাবে মোশারফ ও রুবেলের ওপর হামলা চালায়। এতে ধারালো দেশীয় অস্ত্র ‘বেকি’র প্রথম আঘাতেই তারা রুবেলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে। এরপর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয়রা কাটাহাতসহ রুবেলকে সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত মোশারফকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।এ ঘটনায় রাতেই রুবেলের বাবা মোকাব্বর মিয়া বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নামসহ এতে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়। ঘটনার পরপরই ৫জনকে আটক করে পুলিশ।আহত বন্ধু মোশারফ রহমান বলেন, আমাদের সঙ্গে বাবুর জমি নিয়ে বিরোধ ছিল। আমার নিরীহ বন্ধুকে এভাবে কুপিয়ে হাতের কবজি কেটে দিয়েছে, আমাকেও তারা অস্ত্র দিয়ে আঘাত করেছে। তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তি চান।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীসহ ৫ জনকে আটক করা হয়। পরে মামলার এজাহারে ও জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততা না পাওয়ায় রাতেই দুই নারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে তিন আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানান তিনি।ভোরের আকাশ/জাআ
গাইবান্ধায় প্রকাশ্যে দিনের আলোতেই রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের ডান হাতের কবজি কেটে নেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাবুসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।সোমবার (৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা পৌর শহরের শাপলা মিল এলাকায় এ ঘটনা ঘটে। রক্তাক্ত এ হামলার খবরে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।কবজি বিচ্ছিন্ন অবস্থায় গুরুতর আহত রুবেল মিয়া গাইবান্ধা পৌরসভার মুহুরি পাড়ার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে। প্রথমে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত মোশারফকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।স্থানীয় জানান, বন্ধু মোশারফ রহমানের সঙ্গে দেখা করতে শাপলা মেল এলাকায় যান রুবেল। সেখানে পৌঁছাতেই পূর্বশত্রুতার জেরে সুখনগর এলাকার বাবুসহ পাঁচ থেকে সাত জন দুর্বৃত্ত অতর্কিতভাবে মোশারফ ও রুবেলের ওপর হামলা চালায়। এতে ধারালো দেশীয় অস্ত্র ‘বেকি’ দিয়ে প্রথম আঘাতেই তারা রুবেলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে। এরপর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।আহত বন্ধু মোশারফ রহমান বলেন, আমাদের সঙ্গে বাবুর জমি নিয়ে বিরোধ ছিল। কিন্তু কেন আমার নিরীহ বন্ধুকে এভাবে কুপিয়ে হাতের কবজি পর্যন্ত কেটে দিলো তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাকেও তারা অস্ত্র দিয়ে আঘাত করেছে।রুবেলের বাবা মোকাব্বর মিয়া বলেন, আমার ছেলেকে কোনও কারণ ছাড়াই এভাবে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছে। যারা আমার সন্তানের হাতের কবজি কেটে দিয়েছে তাদের কঠোর শাস্তি চাই।বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, কাটা কবজিটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাবুসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় আপাতত প্রকাশ করা যাচ্ছে না। আইনি ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, এ নৃশংস হামলায় এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। স্বজন ও এলাকাবাসী দ্রুত সব আসামিকে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।ভোরের আকাশ/মো.আ.
০৯ ডিসেম্বর ২০২৫ ১২:৪৬ পিএম
গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার স্ট্রোক; হাসপাতালে মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জে কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন মাওলানা ফরিদুল ইসলাম (৩৫) নামে এক বক্তা।শনিবার (৬ ডিসেম্বর) রাতে রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে কোরআন মাহফিলের স্টেজে লুটিয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ ডিসেম্বর) ভোরে ইন্তেকাল করেন ওই বক্তা।গাইবান্ধা সদর উপজেলার হাটলক্ষ্মীপুরের খামার গোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে মাওলানা ফরিদুল ইসলাম।স্থানীয় ও স্বজনরা জানান, গত শনিবার রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে কোরআন মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলাম। বক্তব্য শুরুর কিছুক্ষণ পরেই তিনি ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে মাহফিলের মঞ্চে ঢলে পড়েন। স্থানীয়রা এবং মাহফিল কমিটির লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পড়ে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেন।সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা ও বিকেলে গাইবান্ধা সদর উপজেলার হাটলক্ষ্মীপুরের খামারগোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।মাত্র আড়াই বছর বয়সী একমাত্র পুত্র সন্তানের জনক মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যু এবং দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন ওই স্কুলের পরিচালক মোত্তালিব হোসেন সরকার।ভোরের আকাশ/মো.আ.
০৯ ডিসেম্বর ২০২৫ ১০:০৮ এএম
গাইবান্ধায় প্রতারণা মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গাইবান্ধায় প্রতারণা মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি শেখ মাসুদুর রহমান ওরফে রুবেলকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব।সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, রবিবার সন্ধ্যায় ঢাকার কামরাঙ্গীরচর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার মৃত আব্দুর রহমান সরকারের ছেলে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১৩ সিপিসি-৩, গাইবান্ধা ও র্যাব-১০ সিপিএসসি, লালবাগ যৌথ আভিযানিক দল ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন বড়গ্রাম চেয়ারম্যানবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রতারণা মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি রুবেলকে গ্রেফতার করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া হত্যা, ধর্ষণ, রাহাজানি, মাদক চোরাকারবারিসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাব দৃঢ় প্রত্যয়ের সঙ্গে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।ভোরের আকাশ/এসএইচ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে গাইবান্ধার সাঘাটায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন ডাকসুর সাবেক এজিএস ও এফ রহমান হলের ভিপি সফিকুল ইসলাম টিপু মন্ডল। দোয়া মাহফিলে সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন।উপজেলা যুবদলের আহবায়ক আহমেদ কবীর শাহীনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মইন প্রধান লাবু, যুবদলের যুগ্ম আহবায়ক রাঙ্গা মন্ডল প্রমুখ।দোয়া পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম।ভোরের আকাশ/জাআ
০৬ ডিসেম্বর ২০২৫ ০৭:১৮ পিএম
ফ্যাসিস্ট সরকারের অসমাপ্ত কাজগুলো একটি দল কাঁধে তুলে নিয়েছে: শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশ অপার সম্ভবনার দেশ। এই দেশকে যুব সমাজই উন্নতির দিকে এগিয়ে নিতে পারে। ৫ আগস্টের পর রাজনৈতিক সংস্কার হওয়ার কথা থাকলেও তা হয়নি। অতীতের ফ্যাসিস্ট সরকারের অসমাপ্ত কাজগুলো বর্তমান একটি দল তাদের কাঁধে তুলে নিয়েছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার আয়োজনে যুব ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমরা দেশে আর কোনো হত্যা, চাঁদাবাজি, দখলদারিত্ব দেখতে চাই না। যারা এসব অশুভ রাজনীতির সাথে জড়িত তাদেরকে চিরতরে উৎখাত করতে হবে।শিবির নেতা আরো বলেন, যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যদি যথাযথভাবে জনসম্পদে রূপান্তর করা যায় তাহলে বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। এদেশে আর ফ্যাসিবাদের রাজনীতিসহ দখলদারিত্রের রাজনীতি করতে দেয়া হবে না। তারা আগের ধারার সেই রাজনীতি আবারো বাংলাদেশে প্রত্যাবর্তনের চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্র শিবির কোন ফ্যাসিবাদের কাছে মাথা নত করবে না।জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী ফয়সাল কবির রানার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম, জেলা সেক্রেটারী মাওলানা জহুরুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় প্লানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।সমাবেশ শেষে জামায়াতে ইসলামী মনোনীত জেলার ৫ সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে মার্চ ফর দাড়িপাল্লা নামে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো স্বাধীনতা মাঠে গিয়ে শেষ হয়। সমাবেশ ও র্যালিতে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।এর আগে সকালে গাইবান্ধা সরকারি কলেজে নবীন বরণ ও ছাত্রদের ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়।ভোরের আকাশ/জাআ
০৪ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৫ পিএম
গাইবান্ধায় চা দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার, আটক ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মহিদুল ইসলাম সরদার (৪৫) নামে এক চা দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই জনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মহিদুল ইসলাম ওই এলাকার নজির সরদারের ছেলে। মহিদুল স্থানীয় শিবপুর বাজারের চা বিক্রেতা ছিলেন। এছাড়াও তিনি মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন জানায় পুলিশ। আটকরাকৃত হলেন ওই ইউনিয়নের কোরলগাছা এলাকার শামছুল ইসলামের ছেলে বেলাল হোসেন (৪২) ও একই এলাকার সন্তোষ কুমার (৪৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এদিকে রাতভর বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে সকালে বাড়ির পাশের একটি নির্জন ভিটায় মহিদুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, রাতের কোনো এক সময় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে। এজাহার পেলে মামলা করা হবে।ভোরের আকাশ/এসএইচ
০৪ ডিসেম্বর ২০২৫ ০২:৩৩ পিএম
গাইবান্ধায় ছাত্র ও যুব সমাবেশ উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন
আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার গাইবান্ধায় ছাত্র ও যুব ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।এ উপলক্ষে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা যুব বিভাগের সভাপতি ফয়সাল কবির রানার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সদর উপজেলা আমীর মো. নুরুল ইসলাম মন্ডল ও ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফয়সাল কবির রানা বলেন, নতুন বাংলাদেশ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে যুবকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তিনি জানান, গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে ৪ ডিসেম্বর দুপুর ১২টায় যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ৯টায় গাইবান্ধা সরকারি কলেজে নবীন বরণ ও ছাত্রদের ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হবে।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম, নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ ও সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।সমাবেশে প্রায় ১০ হাজার ছাত্র ও যুব উপস্থিত থাকবেন। শহরের ব্যস্ততম স্থানে স্বেচ্ছাসেবকরা কাজ করবেন।সংবাদ সম্মেলনে জেলা আমীর আব্দুল করিম বলেন, ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে হবে। আর যেন কেউ এই অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।ভোরের আকাশ/জাআ