ছবি: ভোরের আকাশ
ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌসের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হন তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন। এসময় বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন আনিসুর রহমান, সহকারী পরিচালক গণযোগাযোগ অধিদপ্তর মাস রিয়াত জাহান বর্ষা, জেলা তথ্য অফিসার এইচ এম শাহজাহান মিয়া, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
সেখানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
মাদারীপুরের শিবচরে এক সংবাদকর্মীর বাসায় তালার লক ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এসময় তার পাশের ফ্লাটের ভাড়াটিয়া ব্যবসায়ী মুঞ্জুরুল ইসলামের বাসায়ও চুরি হয়। এ ঘটনায় ২৫ হাজার টাকা ও ১২ ভরি স্বর্নালঙ্কার খোয়া গেছে।ভুক্তভোগী সংবাদ কর্মীর নাম অপূর্ব দাস অপু। তিনি মাইটিভির শিবচর উপজেলার সাবেক প্রতিনিধি। বর্তমানে একটি অনলাইন নিউজ পৌর্টালে কর্মরত। আর মঞ্জুরুল ইসলাম শিবচর বাজারের হার্ডওয়ার ব্যবসা করছেন।বুধবার (০৮ অক্টোবর) সকালে পৌর এলাকার কলেজ মোড় সংলগ্ন তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তবে চুরির সময় তারা দুই ভুক্তভোগী বাসায় ছিলেন না।ভুক্তভোগী সাংবাদিক অপূর্ব দাস অপু মুঠোফোনে জানান, গত ১৫ দিন যাবত তিনি স্ত্রী ও সন্তানসহ ভারতে অবস্থান করছে। সকালে তার প্রতিবেশী মুঞ্জুরুল ইসলাম তাকে কল করেন এবং তাদের দুই ঘরের দরজার তালা ভাঙ্গা ও ঘরের মালামাল এলোমেলো রয়েছে বলে জানান। খবর পেয়ে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী নিরবকে বাসায় পাঠান। নিরব বাসায় গিয়ে দেখেন দরজার লক ভাঙা। ঘরের জিনিসপত্র এলোমেলো।পরে তার রেখে যাওয়া প্রায় ৭ ভরি স্বর্নালঙ্কার খুজলে তা পাননি। বাসার ভাড়াটিয়া মঞ্জুরুল আলম বলেন, গতকাল আমি আমার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি যাই। আজ দুপুরে বাসায় এসে দেখি ঘরের দরজার তালা ভাঙ্গা। পরে ঘরের ভিতরে গিয়ে দেখি আলমারী ও ওয়ারের তালা ভাঙ্গা। চোর চক্র আলমারির মধ্যে থাকা আমাদের ৫ ভরি স্বর্ণ ও ২৫ হাজার টাকা নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাই তারা যেন দ্রুত এদের খুঁজে আইনের আওতায় আনেন।মঞ্জরুল ইসলাম আরও জানান, এই বাসায় বছরখানেক আগেও পাশের ফ্ল্যাটে চুরি হয়েছে। তিনি বিষয়টি নিকটস্থ থানাকে জানিয়েও কোন উপকার পাননি।খবর পেয়ে শিবচর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।ভোরের আকাশ/জাআ
কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২২ বিজিবি ব্যাটালিয়ানের সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করেছে।বিজিবি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ৮ অক্টোবর ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক পিএসসি'র পরিকল্পনা ও নির্দেশ অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উন্নতমানের ভারতীয় প্যান্ট পিস উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৮ লাখ ৬২ হাজার টাকা।উল্লেখ্য যে, কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবি চোরাচালানী পণ্য আটকের বিষয়ে সীমান্তে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।ভোরের আকাশ/জাআ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিলাদল নেত্রী অ্যাডভোকেট মমতাজ করিমের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে দক্ষিণ গয়লা হোসেন দাখিল মাদ্রাসার মাঠে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মহিলা দল আয়োজিত এই বিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রথম শ্রেণীর ঠিকাদার নজরুল ইসলাম, অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাহা, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহনাজ পারভিন, নাসরিন আজাদ, সোনিয়া হামজা, আবিদা সুলতানা অপু, হাওয়া বেগম, আশা আক্তার, ও কোহিনুর বেগম প্রমুখ।বক্তারা, সুলতান সালাউদ্দিন টুকুকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে ধানের শীষে ভোট প্রদানে উৎসাহিত করেন। মতবিনিময় সভায় প্রতিটি কর্মীকে একজন করে সুলতান হয়ে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোটদানে উৎসাহিত করার আহ্বান জানানো হয়। মত বিনিময় সভায় বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজার মহিলা ভোটার অংশগ্রহণ করেন।ভোরের আকাশ/জাআ
সিলেটের মোগলাবাজারে ট্রেন দুর্ঘটনার উদ্ধারকাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের উপসহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক।বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রোমান আহমদ।তিনি জানান, মঙ্গলবার সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।রেলপথ উদ্ধার ও চলাচল স্বাভাবিক করতে কুলাউড়া থেকে প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনাস্থলে যান। উদ্ধার কাজ শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন শ্রীপুর এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান। নিহত মোজাম্মেল হকের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।ভোরের আকাশ/জাআ