ছবি: ভোরের আকাশ
ফেনসিডিল রাখার দায়ে চুয়াডাঙ্গায় রশিদা বেগম নামের এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বর এ রায় ঘোষনা করেন।
যাবজ্জীবন সাজা প্রাপ্ত রশিদা বেগম (৫৯) চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী।
জানা যায়, ২০১৬ সালের ৯ নভেম্বর সকালে চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আকুন্দবাড়িয়া গ্রামে ফার্মপাড়ায় ফেনসিডিল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় রশিদা খাতুনকে ৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মফিজুল ইসলাম দুইজনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য অফিসের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ দুইজনকে অভিযুক্ত করে ২০১৭ সালের জানুয়ারি মাসে চার্জশিট দাখিল করেন। ৮ জন সাক্ষীর মধ্য ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক বুধবার দুপুরে এ রায় ঘোষনা করেন। রায়ে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, গত বছর জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে অনেক শিক্ষার্থী জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে এবং চোখ হারিয়েছে একটি সুন্দর দেশ পাবার জন্য। প্রচলিত নির্বাচন পদ্ধতি কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তি এবং ভোট জালিয়াতির সুযোগ করে দেয়, যা দেশের সম্পদ বিদেশে পাচার এবং চাঁদাবাজির জন্ম দেয়। তাই এই নির্বাচন পদ্ধতি আর বাংলার জমিনে দেখতে চাই না। পিআর পদ্ধতির পক্ষে যুক্তি পিআর পদ্ধতি চালু হলে একটি সুষম সংসদ তৈরি হবে। বিশ্বের ৯১টি দেশে এই পদ্ধতি চালু আছে এবং কোনো দেশই এটিকে বাতিল করেনি বরং নতুন করে আরও দেশ এই পদ্ধতির দিকে ঝুঁকছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবীতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, দেশের সিংহভাগ রাজনৈতিক দলই পিআর পদ্ধতির নির্বাচন চায়, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল এর বিরোধিতা করছে। তাই সরকারের প্রতি গণভোটের আহ্বান জানাচ্ছি, জনগণের কাছে মত জানতে চাওয়া হোক-তারা কোন পদ্ধতিতে নির্বাচন চায়। সুশাসনের জন্য নাগরিক পরিচালিত এক জরিপে জানা যায় ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রতি কয়েকটি মৌলিক দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার মৌলিক পরিবর্তন আনতে হবে। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দৃশ্যমান বিচার করতে হবে। সব শেষে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় গণসমাবেশে আরো বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ সাইদুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম প্রমুখ।ভোরের আকাশ/জাআ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাহাদ মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কচুয়া ইউনিয়নের অন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাহাদ ওই এলাকার জামিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে বাড়ির উঠানে খেলছিল রাহাদ। একপর্যায়ে পরিবারের অজান্তে সে পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির চারপাশে খুঁজতে শুরু করেন। পরে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই রাহাদ মারা যান। বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।ভোরের আকাশ/জাআ
গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা জোগাড় করতে নিজের স্ত্রীকে চার নরপশুর কাছে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এসময় তদেরকে ঘরে দিয়ে স্ত্রীর সাথে জোরপূর্বক যৌনমিলন করাতে চায় পাষান্ড স্বামী কামাল হোসেন (৪০)। শুধু তাই নয়, এতে রাজি না হওয়ায় কিশোরী স্ত্রী রিয়া মনিকে (১৬) অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। সিগারেটের আগুনে ঝলসে দিয়েছে তার হাত পা।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ওই নারী ২৯ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, রিয়া মনির মা-বাবা মারা যাওয়ার পর তিনি সৎমা মর্জিনার কাছে বড় হন। এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামের বাসিন্দা ও মাদকাসক্ত কামাল হোসেনের সঙ্গে। কামালের আগেও স্ত্রী-সন্তান রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। তার অভিযোগ, সৎমা মর্জিনা ও স্থানীয় মোজাম্মেল মিলে জোরপূর্বক এই বিয়ে দেন।বিয়ের পর থেকেই কামাল প্রায়ই স্ত্রীকে টাকার জন্য মারধর করতেন। এর ধারাবাহিকতায় গত ২৩ সেপ্টেম্বর রাতে কামাল তার ঘরে চারজন অপরিচিত পুরুষ নিয়ে এসে রিয়াকে তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বলেন। রিয়া এতে রাজি না হলে তার উপর চলে অমানবিক নির্যাতন।রিয়া জানায় ওই চারজনের কাছ থেকে কামাল ইয়াবা কেনার জন্য টাকা নিয়েছে এবং স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রতিশ্রুতি দিয়েছে।তখন তারা জোর করে রিয়াকে ধর্ষণের চেষ্টা চালায়, কিন্তু রিয়া চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। রিয়া তার স্বামীকে জিজ্ঞাসা করলে সে সব কিছু স্বীকার করে এবং শারীরিকভাবে নির্যাতন শুরু করে। সিগারেটের আগুন দিয়ে তার হাত পা পুড়িয়ে দেয়।ঘটনার পরপরই ভুক্তভোগী কৌশলে স্বামীর বাড়ি থেকে পালিয়ে বাবার বাড়িতে চলে যান এবং পরে থানায় অভিযোগ করেন।এ বিষয়ে অভিযুক্ত কামালের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ভোরের আকাশ/জাআ
পিরোজপুরের কাউখালীতে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কঁচা নদীর তীরে বেকুটিয়া ব্রিজের নিচে ডলফিন চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে, ২০২৫/২৬ অর্থবছরে মা ইলিশ রক্ষা অভিযান ২০২৫ বাস্তবায়নে মৎস্যজীবীদের সাথে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সনামত।উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আব্দুল মান্নান, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী, কাউখালী নৌপুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই নিয়াজ মোর্শেদ, জেলে ফেরদৌস হোসেন, মনির হোসেন, মো. শামীম প্রমুখ।ভোরের আকাশ/জাআ