ছবি: ভোরের আকাশ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাহাদ মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কচুয়া ইউনিয়নের অন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাহাদ ওই এলাকার জামিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে বাড়ির উঠানে খেলছিল রাহাদ। একপর্যায়ে পরিবারের অজান্তে সে পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির চারপাশে খুঁজতে শুরু করেন। পরে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই রাহাদ মারা যান।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দেওলী এলাকায় সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে শুরু হয়ে বিকাল পর্যন্ত দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মারামারিতে মোট কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন টেঁটাবিদ্ধ হয়েছেন।আহতদের মধ্যে রয়েছেন শিরিন, জুবায়ের, আ. মালেক, রুহুল আমিন, ওমর ফারুক মাকসুদ, আমির হোসেন, রিনা বেগম ও রুনা আক্তার। অপর গোষ্ঠীর পক্ষ থেকে পারভেজ, বাসেদ ও নাদিমও আহত হয়েছেন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করান।ঘটনার পর আসমা আফরিন বাদী হয়ে বন্দর থানায় মো. সাহিদ (৩২), নাহিদ (৩৪), নাদিম (৩৮), বাসেদ (৫৫), রোমান (৩২), জুয়েল (২৮), পারভেজ (৩০), আল রেখা (৩০), মাহবুব (৩২) ও সুমন (৩৫)-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, অভিযোগপ্রার্থীরা স্থানীয়ভাবে চিহ্নিত ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসেবে পরিচিত; তারা ঘর নির্মাণে বাধা দিয়ে চাঁদা দাবির পরই হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মসজিদের মাইক ব্যবহার করে এলাকাবাসীকে শান্ত থাকার অনুরোধ জানান। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, উভয় পক্ষের বিরুদ্ধে পৃথক মামলা করা হবে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ভোরের আকাশ/জাআ
উপজেলা বিএনপির আয়োজনে বাগেরহাটের চিতলমারী উপজেলার বিএনপির নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় চিতলমারী সরকারি এসএম মাধ্যমিক মডেল উচ্চ বিদ্যালয়ে হলরুমে উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাসে সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।সভাপতি স্বাগত বক্তব্য মধ্য দিয়ে শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলায় বিএনপির সাবেক সভাপতি ও জেলা প্রধান সমন্বয় এসএম সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট ১আসন নির্বাচনী তদারকি কমিটির আহবায়ক ও জেলা বিএনপির নেতা শেখ শমসের আলী মোহন, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাছির আহমেদ মালেক, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ সাহেদ আলী, বাগেরহাট মহিলা কলেজ সাবেক অধ্যক্ষ মো. শাহ আলম ফকির, বাগেরহাট সরকারি পিসি কলেজ ভাইস প্রিন্সিপাল শেখ মোস্তাফিজুর আলম রবি, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা রুনা গাজী, সাবেক সভাপতি জেলা শ্রমিক দল সরদার লিয়াকত আলী।আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেত্রী সাহিদা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. অসীম কুমার সমাদ্দার, সোয়েব হোসেন গাজী, শিপন মুন্সি, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মো. নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, উপজেলা সাবেক ছাত্র দল আহবায়ক লিমন বিশ্বাস ইউনুস প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু।ভোরের আকাশ/জাআ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে প্রায় ১১ কেজি ওজনের বিলুপ্তপ্রায় ঢাঁই মাছ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ৪৬ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে।এর আগে ভোরের দিকে উপজেলার চর করনেশনা এলাকায় স্থানীয় জেলে কবির হালদারের পাতা কারেন্ট জালে মাছটি ধরা পড়ে। পরে এটি দৌলতদিয়া ফেরিঘাটে আনা হয়।জানা যায়, গতকাল রোববার মধ্যরাতের দিকে জাল ও নৌকা নিয়ে মাছ শিকারে বের হন কবির হালদার ও তাঁর দল। মধ্যরাত থেকে তাঁরা নদীতে জাল ফেললে তখনই বড় এই ঢাঁই মাছ জালে ধরা পড়ে।দৌলতদিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাটসংলগ্ন শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ বলেন, আজ ভোরের দিকে জেলে কবির হালদারের জালে বড় ঢাঁই মাছ ধরা পড়ার খবর পান। পরে এটি ফেরিঘাট আড়তে আনা হলে ওজন করে দেখেন ১১ কেজি। দর-কষাকষি করে ৪ হাজার টাকা কেজি দরে ৪৪ হাজার টাকায় কিনে নেন। মাছটি কিনে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করেন এবং পরিচিত কয়েকজন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। পরে খুলনার বাসিন্দা কানাডাপ্রবাসী আবুল কাশেম কেজিপ্রতি ৪ হাজার ২০০ টাকা দরে মাছটি কিনে নেন। মোট দাম হয় ৪৬ হাজার টাকা। সকাল ১০টার দিকে মাছটি খুলনায় পাঠানো হয়।ভোরের আকাশ/জাআ
কুমিল্লার বুড়িচং উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান করার অভিযোগে যুবলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।রোববার (২৮ সেপ্টেম্বর) রাতের বিভিন্ন সময়ে বুড়িচং থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে।আটককৃতরা হলেন- উপজেলার আবিদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. আনোয়ার, আবুল হাসেমের ছেলে মোখলেসুর রহমান এবং আবু মুসার ছেলে মো. শাহজাহান। তিনজনই মোকাম ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রোববার সন্ধ্যায় মোকাম ইউনিয়নে একটি কেক কেটে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ আয়োজনের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের একটি ভিডিও মজিবুর রহমান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, যুবলীগ নেতাদের উপস্থিতিতে কেক কাটা, শেখ হাসিনাকে নিয়ে স্লোগান ও দোয়া হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।এদিকে জন্মদিনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাতেই পুলিশ তৎপর হয়ে ওঠে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে যুবলীগের তিন নেতাকে আটক করে।এ বিষয়ে ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, ভিডিওতে তাদের উপস্থিতি ও রাজনৈতিক কার্যক্রমের প্রমাণ মিলেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ভোরের আকাশ/জাআ