ছবি: ভোরের আকাশ
দেশে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, সম্প্রতি সার্বিক সার ব্যবস্থাপনাকে পুরোপুরি পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষি উপদেষ্টা।
বিদ্যমান সার ব্যবসায়ীদের সিন্ডিকেটের ট্যাগ লাগিয়ে সার ব্যবস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে। সারাদেশে বিসিআইসি এবং বিএডিসি মিলিয়ে ১০ হাজার ৮শ ডিলার এবং হাজার-হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতা রয়েছে। দীর্ঘদিন তাদের ব্যবসা পরিচালনার জন্য ব্যবসার বিনিয়োগ, ঋণ ও বাজারে বিপুল পরিমান অর্থ অনাদায়ী পড়ে আছে।
এছাড়া সার পরিবহনে ট্রাক ভাড়া, জ্বালানী ব্যয়, গুদাম ভাড়া, লেবার খরচ, কর্মচারীর বেতন, লোড-আনলোড খরচ, বৈদ্যুতিক বিল, ব্যাংক ঋণের সুদ ও আয়কর বৃদ্ধি হলেও সারের কমিশন বৃদ্ধি হয়নি। উপরন্তু সরকার উৎস কর ৫% ধার্য করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।
সভাপতি শামসুল ইসলাম মন্ডল বলেন, ওয়ার্ড ভিত্তিক ডিলার নিয়োগসহ এসব বিষয়ে ব্যবসায়ীবান্ধব সিদ্ধান্ত না নিয়ে সার ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে গেলে সারের বাজার অস্থিতিশীল হওয়ার আশংকা রয়েছে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
পিরোজপুরের কাউখালীতে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কঁচা নদীর তীরে বেকুটিয়া ব্রিজের নিচে ডলফিন চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে, ২০২৫/২৬ অর্থবছরে মা ইলিশ রক্ষা অভিযান ২০২৫ বাস্তবায়নে মৎস্যজীবীদের সাথে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সনামত।উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আব্দুল মান্নান, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী, কাউখালী নৌপুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই নিয়াজ মোর্শেদ, জেলে ফেরদৌস হোসেন, মনির হোসেন, মো. শামীম প্রমুখ।ভোরের আকাশ/জাআ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মোহাম্মদ শাহজাহান হোসেন পিপিএম (বার)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি পাঁচবিবি পৌরসভার বারোয়ারী কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিদর্শনে আসেন।ডিআইজি এসময় মন্দির কমিটির সদস্য ও উপস্থিত সকল ভক্ত পুজারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালন করবেন পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। কোন অপশক্তি আপনাদের পুজা উদযাপনে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করলে ৯৯৯ লাইনে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আপনাদের সার্বিক সহযোগিতা করবে।এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মো. তুহিন রেজা, থানার তদন্ত ওসি মো. ইমায়েদুল জাহিদী, পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মো. মিজানুর রহমান, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী, বারোয়ারী মন্দির পুজা উদযাপন কমিটির সভাপতি দুলু গোয়ালা, পাঁচবিবি বণিক সমিতির সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা ও পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস প্রমুখ।ভোরের আকাশ/জাআ
ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের মেছড়দিয়া গ্রামের ইমামুল শেখ (৭) নামে এক শিশু পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।শিশুর পিতার নাম মো. জামাল শেখ। শিশুটি স্থানীয় আর এম একাডেমির প্রে শ্রেণির ছাত্র। তার বাবা সিঙ্গাপুর প্রবাসি।পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু ইমামুলকে নিয়ে তার বাবার বাড়ি কামালদিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে বেড়াতে গেলে সোসবার সকালে ওই শিশুটি নানি বাড়ীর পাশের খাদে বর্শি দিয়ে মাছ ধরার জন্য যায়। বাড়ীতে ফিরে না আসায় অনেক খোঁজাখুজির পর তাকে একটি পানির খাদ থেকে মৃত অবস্থায় পাওয়া যায়।ভোরের আকাশ/জাআ
চুয়াডাঙ্গা-৬ বিজিবি অভিযান চালিয়ে তিনটি স্বর্ণের বার সহ ২৫ বছর বয়সী মোছাঃ আসমা খাতুন নামের এক নারী চোরাকারবারি কে আটক করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি। এর আগে ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন জেলার দামুড়হুদা উপজেলার কামারপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারী স্বর্ণ চোরাচালান করবে। সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার বারাদী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৮০/১০-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া পাকা রাস্তার উপর থেকে ওই গ্রামের ওয়াসিম আলীর স্ত্রী আসমা খাতুন কে আটক করে।এসময় আটককৃতর কাছে থাকা তিনটি স্বর্ণের বার (ওজন ৩৫৪গ্রাম), একটি ব্যাটন মোবাইল ও নগদ ১৮০টাকা জব্দ করেন। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আটান্ন লক্ষ আটান্ন হাজার সাতশত ছাপ্পান্ন টাকা।বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের পূর্বক আটককৃত আসামীকে থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন।ভোরের আকাশ/জাআ