সংগৃহীত ছবি
পিরোজপুরে ক্যান্সারে আক্রান্ত এক নারী বেঁচে থাকার তাগিদে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। স্বামী দিন মজুর। বাঁচার আকুতি নিয়ে বিত্তবানদের কাছে সহানুভূতির হাত বাড়িয়েছেন।
পিরোজপুর জেলার সদর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের এক সাধারণ দিনমজুরের পরিবার আজ বাঁচার জন্য লড়ছে—শুধু বেঁচে থাকার মৌলিক অধিকারটুকুর জন্য। দীর্ঘ এক বছর ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন দিনমজুর বাচ্চু মৃধার স্ত্রী রেবা বেগম।
রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার ডেলটা হাসপাতালে চলমান চিকিৎসায় প্রতিদিন খরচ হচ্ছে প্রায় ১৫ হাজার টাকা। যেখানে বাচ্চু মৃধা প্রতিদিন ভোর থেকে রাত অবধি কাজ করেও কোনো রকমে সংসার চালান, সেখানে স্ত্রীর চিকিৎসা ব্যয় তার সাধ্যের অনেক বাইরে।
রেবা বেগমের সংসারে রয়েছে তিনটি সন্তান। তাদের চোখে আজ স্বপ্নের কোনো রঙ নেই, রয়েছে শুধুই উদ্বেগ আর অনিশ্চয়তা। মায়ের পাশে দাঁড়িয়ে তাদের একটি প্রশ্ন "মা, তুমি কি বাঁচবে?"
কিন্তু সেই প্রশ্নের উত্তর আর দিতে পারছেন না মা, পারছেন না বাবা।
চিকিৎসকদের মতে, রেবা বেগমের জীবন বাঁচাতে হলে নিয়মিত কেমোথেরাপি ও বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করতেই হবে। চিকিৎসার কোনো ব্যত্যয় হলে রোগটি আরও জটিল হয়ে উঠবে এবং মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যাবে।
দিনমজুর বাচ্চু মৃধা বলেন, আমি দিনমজুর মানুষ, তিন ছেলেকে নিয়ে স্ত্রীকে বাঁচানোর লড়াই করছি। আপনারা পাশে না দাঁড়ালে আমার স্ত্রীকে হয়তো আর বাঁচাতে পারব না। সবার কাছে করজোড়ে অনুরোধ করছি, একটু সাহায্য করুন।
তার চিকিৎসা ও জীবন রক্ষায় সমাজের বিত্তবান, হৃদয়বান ও সহানুভূতিশীল ব্যক্তিদের সহায়তা কামনা করেছে পরিবারটি। মানবিক দায়বদ্ধতা থেকে আপনার ছোট একটি সহযোগিতাও হতে পারে এই অসহায় পরিবারের জন্য আশার আলো। সাহায্য পাঠাতে যোগাযোগ:
রেবা বেগমের ছেলে এনামুল ইসলাম মুন্না
মোবাইল নম্বর (বিকাশ/নগদ/রকেট): 01609-942124
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
কুড়িগ্রামের ফুলবাড়ীতে 'ছ' মিলে গাছ কাটতে গিয়ে করাতে কাটা পরে শুকুর আলী (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল আনন্দ বাজার সংলগ্ন আয়নালের 'ছ' মিলে এ দুঘটনা ঘটে। নিহত শুকুর আলী ওই এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, ‘ছ’ মিলে গাছ কাটার সময় অসাবধানতাবসত করাতে কাটা পরে শুকুর আলীর গুরুত্ব আহত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত শুকুর আলী ‘ছ’ মিলের মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।ফুলবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম জানান, গাছ কাটা করাতে কাটা পড়ে অতিরিক্ত রক্তক্ষরণের ‘ছ’ মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/জাআ
বাগেরহাটের চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নের ব্রহ্মগাতী গ্রামের শতাধিক পরিবার জলাবদ্ধ হয়ে চরম মানবেতর জীবনযাপন করছে। তাদের পানি সরানোর জন্য ইউপি মেম্বার, চেয়ারম্যানকে জানিয়েও কোন ফল হয়নি। এই ব্যাপারে লিখিতভাবে তারা চিতলমারীর ইউএনওর হস্তক্ষেপ কামনা করেছেন।সোমবার (১৪ জুলাই) জানা যায়, বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর হতে মাত্র এক কিলোমিটার দুরে ব্রহ্মগাতী গ্রামের শতাধিক পরিবার জলাবদ্ধ অবস্থায় রয়েছে।ওই গ্রামের বাসিন্দা মঞ্জুয়ারা বেগম, অসিম সিকদার জানান, গত ১০-১২ দিন ধরে তাদের মতো শতাধিক পরিবার বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে আছে। অনিতা বিশ্বাস জানান, রান্নাঘরগুলোর মেঝে ডুবে থাকায় তিনবেলা রান্না করতে পারছেন না। একবেলা সেদ্ধভাত খেয়ে বাঁচতে হচ্ছে। বিষয়টি এলাকার মেম্বার, চেয়ারম্যানকে জানানোর পরেও কোন খোঁজ নিচ্ছে না।গুরুদাস মন্ডল ও গৌতম বিশ্বাস জানান, ব্রহ্মগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বালু দিয়ে উচুকরণের ফলে গ্রামের পানি নদীতে বের হতে পারছে না। গত দুই বছর ধরে এই অবস্থা হচ্ছে। এখন মশা ও সাপের কারণে বসবাস করা যাচ্ছে না। এই ব্যাপারে গ্রামবাসী চলতি মাসের ১০ তারিখে চিতলমারী ইউএনওর কাছে লিখিত আবেদন করেন।ব্রহ্মগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলেন্দু গোলদার জানান, পরিবারগুলো মারাত্মক কষ্টে রয়েছেন। মশা, সাপের উপদ্রব চলছে। পানি নিষ্কাশনের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করি। এই ব্যাপারে সোমবার (১৪ জুলাই) বিকেলে চিতলমারী নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, তিনি লিখিত আবেদন পেয়েছেন। অচিরেই ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সরকারি সহায়তা করা হবে।ভোরের আকাশ/জাআ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ কেজি গাঁজাসহ রিপন সরকার (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার হাসপাতাল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রিপন সরকার সাদুল্লাপুর উপজেলার গঙ্গানারায়নপুর সরকারপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার হাসপাতাল মোড় এলাকায় বগুড়ামুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল কুকুরের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এতে ব্যাগে থাকা গাঁজা মহাসড়কের ওপর ছাড়িয়ে ছিটিয়ে যায়। পরে স্থানীয়রা গাঁজা বহণকারী রিপনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রিপন সরকারকে গ্রেপ্তার করে। এসময় ৬ কেজি গাঁজা ও পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রিপন সরকার স্বীকার করেছে এসব গাঁজা সে ৩০ হাজার টাকার বিনিময়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছিল। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামীকে আগামীকাল মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে জানান তিনি।ভোরের আকাশ/জাআ
পিরোজপুরে গুপ্ত সংগঠনের দীর্ঘদিনের পরিকল্পিত মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা স্টেডিয়াম চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন।সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন তালুকদার কুমার।এ সময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে দেশের শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন গুপ্ত সংগঠন একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে। এর মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করা এবং সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে।বক্তারা এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার করার ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পিরোজপুর জেলা ছাত্রদলসহ দেশের প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান-ভিত্তিক ইউনিট থেকে এ ধরনের অপচেষ্টা রুখে দেওয়া হবে।বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, ছাত্রসমাজ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ