আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫ ০১:২৫ পিএম
আমতলীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়
নবাগত আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন সংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাঞ্জুরুল হক কাওসারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, ইকবাল তালুকদার, হায়াতুজ্জামান মিরাজ, মোঃ হোসাইন আলী কাজী, মোঃ জয়নুল আবেদীন, মাহবুব বিশ্বাস টিটু, জিয়া উদ্দিন সিদ্দিকী, নাসরিন শিপু, সুমন রশিদ, রোঃ রিপন মুন্সি, আল আমিন বাবু, এইচএম রাসেল, রাশিমুল হক রিমন, এইচএম দেলোয়ার হোসেন ও খাঁন মোঃ সাইফ-উদ দৌলা প্রমুখ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসা মোঃ রোকনুজ্জামান খাঁন সাংবাদিকদের সহযোগীতা চেয়ে ন্যায় ও সততার সঙ্গে ভালো কাজ করার প্রতিশ্রুতি দেন।
ভোরের আকাশ/এসএইচ