কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৬ পিএম
ছবি: ভোরের আকাশ
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে কৃষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম শাপলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক কৃষক অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আরিফুল ইসলাম জুয়েল, মন্তাজ আলী, রেজাউল করিম, মোর্শেদ আলী, কাশেম আলী, মোবারক আলী প্রমুখ।
বক্তারা বলেন, আমনের ভরা মৌসুমে ডিলাররা গুদাম থেকে সার উত্তোলন করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। যেখানে, প্রতি বস্তা ইউরিয়া সারের সরকার নির্ধারিত দাম (৫০ কেজি) ১ হাজার ৩শ ৫০ টাকা। সেখানে ডিলাররা সারের সংকট সৃষ্টি করে প্রতি বস্তা ১ হাজার ৬শ টাকা থেকে ১ হাজার ৮শ টাকায় বিক্রি করছে।
চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ২১ হাজার হেক্টরে আমন চাষ অর্জিত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে ইউরিয়া সারের চাহিদা রয়েছে ৪ হাজার ৪৫ মেট্রিকটন।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় ২১০ জন সার ডিলার যারা ইতোমধ্যে গুদাম থেকে সার উত্তোলন করেছে।
ভোরের আকাশ/তা.কা