মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ০৯:৩২ এএম
সংগৃহীত ছবি
মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তাপস সাহাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) রাতে জেলা শহরের রিজার্ভ ট্যাংক এলাকা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাপস সাহাকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে সোপর্দ করা হবে।”
তাপস সাহা মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি আগে পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন বলে জানা গেছে।
ভোরের আকাশ/এসএইচ