জুলাই মাসের গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের দায় জামায়াত-শিবিরকে নিতে হবে বলে দাবি জানিয়েছে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মানিকগঞ্জ শহরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তারা এ দাবি জানায়।খোন্দকার দেলোয়ার হোসেন 'ল কলেজ' থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জুলাই ষড়যন্ত্রের বিচার চাই’, ‘জামায়াত-শিবির গণতন্ত্র হত্যার কারিগর’সহ নানা স্লোগান দেন।পরে শহীদ রফিক চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জসিম হাওলাদার, জেলা আহ্বায়ক জিন্নাহ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, সদস্য সচিব রকিবুর ইসলামসহ অন্যান্য নেতারা।বক্তারা বলেন, ১/১১-এর সেনাসমর্থিত সরকারের পরিকল্পনা ও পরবর্তী সময়ের রাজনৈতিক ব্লুপ্রিন্ট বাস্তবায়নে জামায়াত-শিবির সক্রিয়ভাবে জড়িত ছিল।তাঁরা বলেন, “গত বছরের জুলাইয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এখন আবার সেই পুরোনো ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা তা প্রতিহত করতে প্রস্তুত।”স্বেচ্ছাসেবক দল নেতারা আরও বলেন, জনগণের গণতান্ত্রিক বিজয় মানতে না পেরে ষড়যন্ত্রকারীরা আবারও দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চাইছে। তবে জনগণ ও স্বেচ্ছাসেবক দল এ ষড়যন্ত্র রুখে দেবে বলে হুঁশিয়ারি দেন তারা।ভোরের আকাশ/এসএইচ
১৫ জুলাই ২০২৫ ০২:৫০ পিএম
জামায়াত-শিবিরকে হুঁশিয়ারি ছাত্রদলের
জামায়াত-শিবিরের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে এবং গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান জানিয়ে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।সোমবার (১৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জ শহরের 'ল কলেজ' এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, ‘গোপনচক্র’ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ নষ্ট করছে এবং সারা দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এ সময় তারা জামায়াত-শিবিরকে রাজাকার আখ্যা দিয়ে বাংলা ছাড়ার হুঁশিয়ারিও দেন।বিক্ষোভ শেষে এক পথসভায় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, “ছাত্রসমাজকে লক্ষ্য করে যে ষড়যন্ত্র চালানো হচ্ছে, তা প্রতিহত করতেই আমরা রাজপথে নেমেছি। নিরীহ ছাত্রদের ব্যবহার করে শিক্ষাঙ্গনে মব তৈরি করা হচ্ছে, যা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।”তিনি আরও বলেন, “গোপন রাজনৈতিক তৎপরতা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব বন্ধে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।”মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মণ্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ দলের সহস্রাধিক নেতাকর্মী।ভোরের আকাশ/এসএইচ
১৪ জুলাই ২০২৫ ০২:১৯ পিএম
মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
নিজ কন্যাশিশুকে ধর্ষণের দায়ে এক বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রোববার (১৩ জুলাই) বেলা ১১ টার দিকে ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন ওরফে আনু যশোর সদর উপজেলার নওদাগ্রাম ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের বাসিন্দা। তিনি আব্দুর রহমান হাওলাদারের ছেলে।রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, “পিতার পরিচয়ে যে নরপিশাচ আত্মগোপন করেছিল, তার অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজে এমন দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন রয়েছে।”আদালত সূত্র জানায়, ভুক্তভোগী কন্যাশিশুটি বাবা-মায়ের সঙ্গে মানিকগঞ্জ সদর উপজেলার একটি ভাড়া বাসায় থাকত। ২০১৯ সালের ১ সেপ্টেম্বর গভীর রাতে বাবা আনোয়ার হোসেন তার নয় বছর বয়সী মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন।পরদিন শিশুটি মাকে ঘটনাটি জানালে, তার মা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।২০২১ সালের ৪ ফেব্রুয়ারি আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় অভিযোগ গঠন করেন। আদালতে অভিযোগ পড়ে শোনানো হলে আনোয়ার নিজেকে নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার চান।মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়।রায়ের প্রতিক্রিয়ায় ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) হুমায়ুন কবির বলেন, “শিশু নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। এতে সমাজে সচেতনতা ও বিচারিক সাহস দুই-ই বাড়বে।”আইনজীবী ও শিশু অধিকারকর্মীরা বলছেন, পারিবারিক পরিবেশে সংঘটিত এমন অপরাধ শিশুর জীবনে দীর্ঘমেয়াদি মানসিক প্রভাব ফেলে। এই ধরনের মামলায় দ্রুত বিচার ও পুনর্বাসনের বিষয়টি সমান গুরুত্বপূর্ণ। শিশুর সুরক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে দায়িত্ব নিতে হবে।ভোরের আকাশ/এসএইচ
১৩ জুলাই ২০২৫ ০৩:৪৩ পিএম
শিবালয়ে জিপিএ-৫ না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তানহা আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী। তানহা নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। তার প্রাপ্ত জিপিএ ছিল ৪.৮৫। নিহত শিক্ষার্থীর বাবা মো. মোনতাজ আলী ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার আরুয়া ইউনিয়নের ধুতুরাবাড়ি গ্রামে নিজ বাড়ির কক্ষে এ ঘটনা ঘটে।পরিবার সূত্রে জানা গেছে, তানহা সব সময় পড়াশোনায় ভালো ছিল এবং প্রতি বছর ক্লাসে প্রথম হতো। এবার বিদ্যালয় থেকে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। নিজের কাঙ্ক্ষিত ফল না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে তানহা। ফল প্রকাশের আগে সে ঢাকায় বড় বোনের বাসায় ছিল। ফল জানার পর গতকাল শুক্রবার বাবা তাকে বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকেই তানহা মনমরা হয়ে ছিল বলে জানান পরিবারের সদস্যরা।শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে তানহা তার নিজ কক্ষে সবার অগোচরে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে। পরে শিবালয় থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘পরীক্ষার ফলাফল নিয়ে মানসিক চাপে তানহা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে।’তানহার মৃত্যুর খবরে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর ছড়িয়ে পড়লে ধুতুরাবাড়ি গ্রামের বাড়িতে শত শত মানুষ ভিড় করেন তার মরদেহ দেখতে। সবাই গভীর শোক প্রকাশ করেন এবং তার অকাল প্রয়াণে হতবাক প্রতিক্রিয়া জানান। পুরো এলাকায় নেমে আসে নীরবতা ও স্তব্ধতা।ভোরের আকাশ/এসএইচ
১২ জুলাই ২০২৫ ০৯:১৫ পিএম
মানিকগঞ্জে শ্রম আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা
মানিকগঞ্জে শ্রম আইন বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে সচেতনতামূলক সভা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।বুধবার (৯ জুলাই) বিকেলে শহরের ডলি প্লাজা মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. মোজাম্মেল হোসেন। তিনি শ্রম আইনের বিভিন্ন দিক ও তা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।সভায় আরও উপস্থিত ছিলেন ডলি প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার মিরাজ হোসেন, সহ-সভাপতি জুয়েল আহমেদ, সহ-সম্পাদক সিপন রায় ও মো. ইউসুফসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।সভায় দৈনিক ও সাপ্তাহিক কর্মঘণ্টা, শ্রমিকদের সাপ্তাহিক ছুটি, অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত ভাতা, এবং কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স গ্রহণসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।উপ-মহাপরিদর্শক মোজাম্মেল হোসেন বলেন, ‘শ্রম আইন বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব। ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।’সভা শেষে ব্যবসায়ীদের লাইসেন্স গ্রহণে উৎসাহিত করা হয়।ভোরের আকাশ/জাআ
১০ জুলাই ২০২৫ ০২:১৪ এএম
ঘিওরে অগ্নিকাণ্ডে ১৪ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
মানিকগঞ্জের ঘিওর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে তাঁদের প্রায় ২ থেকে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার (২ জুলাই) রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, হঠাৎ করে একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে তাঁরা চিৎকার শুরু করেন। এরপরই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘিওর ফায়ার সার্ভিসের একটি দল রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।ঘিওর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দোকানগুলো ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং কাঠ-টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ১১টি কাপড়ের দোকান ও ৩টি স্বর্ণের দোকান। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে খান মার্কেটের ৯টি দোকানের মধ্যে ৮টি কাপড়ের ও ১টি স্বর্ণের, এলাদত খান মার্কেটের চারটি দোকানের মধ্যে ৩টি কাপড়ের ও ১টি স্বর্ণের এবং সায়েদুর মার্কেটের একটি স্বর্ণের দোকান রয়েছে।খান মার্কেটের মালিক আব্দুল লতিফ খানের ছেলে বাবু খান বলেন, “তিনটি মার্কেটে আমাদের প্রায় ২ থেকে ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ঈদের পর প্রচুর মালামাল মজুত ছিল, কিছুই বাঁচানো যায়নি।”ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষতির কথা বলা হলেও ব্যবসায়ীদের দাবি, বাস্তবে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে গেছে।আগুন লাগার সময় আশপাশের কিছু দোকান থেকে প্রায় কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, বাজারে অগ্নিনির্বাপক কোনো ব্যবস্থা নেই। পুরনো ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ এবং সচেতনতার অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে।মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য আমরা ফর্ম পাঠিয়েছি। ঘিওরের ইউএনওকে ফর্ম পূরণ করে পাঠাতে বলা হয়েছে। যাদের ঘর পুড়ে গেছে তাদের ঘরসহ আর্থিক সহায়তা করা হবে।ভোরের আকাশ/আজাসা
০৩ জুলাই ২০২৫ ০৪:৩১ পিএম
ধর্ষণ ও অশ্লিল ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার ১
মানিকগঞ্জে এক তরুণীকে জোরপূর্বক মদ্যপান করিয়ে ধর্ষণ এবং অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে ছত্তার মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভুক্তভোগী তরুণীর দুলাভাই।বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে শহরের শহীদ স্মরণী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ।এর আগে গত ১৯ জুন সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই তরুণী।এ বিষয়ে ওসি এসএম আমান উল্লাহ বলেন, ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় প্রধান আসামি ছত্তার মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/আজাসা
০২ জুলাই ২০২৫ ০৬:৩১ পিএম
অবৈধ বিদেশি ও নকল সিগারেট জব্দ, আটক ১
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুইটি দোকান থেকে বিপুল পরিমাণ বিদেশি ও নকল সিগারেট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে আটক করা হয়েছে।সোমবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার ভোর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল হক। অভিযানে জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাসস্ট্যান্ড এলাকার রহমান সুপার মার্কেটের জনি ভ্যারাইটিজ স্টোর ও কাঁচাবাজার সংলগ্ন আলআমিন স্টোর থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ দেশি-বিদেশি সিগারেট জব্দ করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল হক বলেন, “দুইটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি ও নকল দেশি সিগারেট জব্দ করেছি। এগুলো ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে মজুদ রাখা হয়েছিল। একজনকে আটক করা হয়েছে। আগামীকাল মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা অরবিন্দ মালি জানান, জনি ভ্যারাইটিজ স্টোর থেকে একান্ন হাজার শলাকা বিদেশি সিগারেট, ৪৯ হাজার শলাকা নকল দেশি সিগারেট ও সাড়ে আট কেজি অবৈধ জর্দা জব্দ করা হয়। পরে আলআমিন স্টোরে অভিযান চালিয়ে আরও বিদেশি সিগারেট জব্দ করা হয়।তিনি আরও জানান, “এসব সিগারেটের কোনো বৈধ আমদানি কাগজ বা ভ্যাট চালান ছিল না। জেলা প্রশাসনের মাধ্যমে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।ভোরের আকাশ/এসএইচ
০১ জুলাই ২০২৫ ০৭:০১ পিএম
মানিকগঞ্জে জেলা শ্রমিক লীগ নেতা গ্রেফতার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি মীর তৌফিকূর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৩০ জুন) বিকেল চারটার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।পুলিশ জানায়, গ্রেফতার হওয়া মীর তৌফিকূর রহমান (৩৫) সদর উপজেলার মীর ফজলুর রহমানের ছেলে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি মীর তৌফিকূর রহমান। তদন্ত শেষে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।”এ ঘটনায় অন্য আসামিদেরও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।ভোরের আকাশ/আজাসা
৩০ জুন ২০২৫ ০৬:৩৯ পিএম
ফলজ বৃক্ষরোপণে আগ্রহ জাগাতে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ
পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে মানিকগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তপাঠ গণগ্রন্থাগার। রোববার (২৯ জুন) সকালে সরুপাই আলহাজ্ব আবদুল হালিম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি পালন করা হয়।এ সময় ১৯০ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণে কয়েকটি গাছ রোপণ করা হয়।“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এবং “দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি”—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তপাঠ গণগ্রন্থাগারের সভাপতি আমিনুর রহমান। মাদ্রাসা সুপার মো. ইউসুফ আলীর সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আরিফ হোসেন খান তৌফিক।এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক মো. জহিরুল ইসলাম, মো. নুরুজ্জামান, বাবুল হোসেন, গোলাম কিবরিয়া, মাওলানা মতিয়ার রহমান, মো. উজ্জ্বল মিয়া, মো. মাজেদ মিয়া, মো. সাইজুদ্দিন, মো. শরীফ মিয়া এবং নারী শিক্ষকদের মধ্যে মোছা. আফরোজা খানম, মোছা. শামীমা তালুকদার ও মোছা. তানজিলা আক্তার।বক্তারা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের শৈশব থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে হবে। এতে করে তারা ভবিষ্যতে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজ নিজ পছন্দ অনুযায়ী গাছের চারা গ্রহণ করে তা বাড়িতে রোপণের অঙ্গীকার করেন।ভোরের আকাশ/এসএইচ
মানিকগঞ্জের ঘিওরে এক ব্যবসায়ীকে দাড়ি ধরে মারধর ও হেনস্তার অভিযোগে আলোচিত নাসিম ভুইয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর সাভার উপজেলার আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া নাসিম ভুইয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোশারফ হোসেন ওরফে বাচ্চু ভুইয়ার ছেলে।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব দুপুর সাড়ে ১২টার দিকে এক ব্রিফিংয়ে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নাসিম ভুইয়ার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।এর আগে গত সোমবার রাত নয়টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় 'মানিক কম্পিউটার'-এর মালিক আলী আজম মানিককে প্রকাশ্যে দাড়ি ধরে মারধর ও হেনস্তা করেন নাসিম ভুইয়া। পরদিন ভুক্তভোগী মানিক ঘিওর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেন।ভোরের আকাশ/জাআ