ফেনীর দাগনভূঞা থানা পুলিশের এক বিশেষ অভিযানে চুরি মামলার সাথে জড়িত সন্দেহে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) দিনের বেলায় পরিচালিত নিয়মিত মোবাইল ডিউটি চলাকালীন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সকলেই কুমিল্লা জেলার লাকসাম থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।দাগনভূঞা থানায় দায়েরকৃত মামলা নং-২১(৪)২৫ এবং দণ্ডবিধির ৩৭৯ ধারার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযানটি পরিচালিত হয়। আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর সদস্যদের সতর্ক নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তাদের চিহ্নিত করা হয়। ভিন্ন জেলার বাসিন্দা হয়েও দাগনভূঞা এলাকায় তাদের অবস্থান এবং মামলার সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ।চুরির মতো অপরাধ দমনে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজীম নোমানের প্রত্যক্ষ নেতৃত্বে এই অভিযানে অংশ নেন উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব বড়ূয়াসহ সঙ্গীয় ফোর্স। পুলিশি অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার লাকসাম থানার উত্তর লাকসাম এলাকার সাইদুল হকের ছেলে মমিনুর রশিদ (৩০), একই থানার পূর্ব লাকসামের শ্রী হরি নারায়ন চন্দ্র ঘোষের ছেলে রাজু চন্দ্র ঘোষ (২৮), মিশ্রী বুড়ি বাড়ির আব্দুল কাদের স্বপনের ছেলে রফিকুল ইসলাম রাকিব (২৩) এবং মিশ্রী আলী আহাম্মদ বাড়ির আব্দুল বারীর ছেলে মো. কামাল হোসেন (৬০)।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।ভোরের আকাশ/মো.আ.
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের পালানো ঠেকাতে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি করেছে বিজিবি,পুলিশ ও ইমিগ্রেশন ।গত শুক্রবার ঢাকার এলাকায় নির্বাচনি প্রচারের সময় হামলাকারীরা গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শরিফ ওসমান হাদি।রোববার (১৪ ডিসেম্বর) সকালে বাড়তি সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন সংশিষ্ট নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। এছাড়া সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি সদস্যরা বলে জানান বিজিবির এই কর্মকর্তা।বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমিগ্রেশন এস এম সাখাওয়াত হোসেন জানান, ইমিগ্রেশন রুটে যাতে কোন ভাবে ভারতে ঢুকতে না পারে সে বিষয়েও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসরাফ হোসেন জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত আসামিদের ধরতে পুলিশকে সতর্ক রাখা হয়েছে।উল্লেখ্য,যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল সীমান্তের বৈধ ও অবৈধ রুটে ভারতে পালানো চেষ্টা করে থাকে অপরাধীরা। গত দেড় বছরে ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্ত পথ ও ইমিগ্রেশন থেকে প্রায় অর্ধশতাধিক অপরাধী গ্রেফতার হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
১৪ ডিসেম্বর ২০২৫ ১২:২৩ পিএম
হাদির ওপর হামলার পর যে তথ্য জানালেন আইজিপি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় পুলিশকে ‘অলআউট’ অভিযানে নামানোর ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।আইজিপির মতে, যারা আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে চায়, তারাই এই হামলার সঙ্গে জড়িত।শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।আইজিপি বলেন, “নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতেই এই হামলা চালানো হয়েছে বলে আমাদের ধারণা। হাদি হত্যাচেষ্টা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা কাজ করছি এবং ব্যর্থ হব না।”তিনি আরও বলেন, “এটা তারাই করেছে যারা চায় নির্বাচন না হোক বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হোক। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।”হামলার ফলে রাজনীতি বা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, “এখন মূল লড়াই হলো— হামলাকারী কারা এবং এর পেছনে কারা আছে, তা খুঁজে বের করা। আমরা অবশ্যই তা করব। সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ অলআউট অভিযানে নামবে।”তিনি জানান, শুক্রবার রাত থেকেই সারাদেশে এই ধরনের অভিযান শুরু করা হবে।এদিকে আসন্ন নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন বা হবেন, তাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন আইজিপি মো. বাহারুল আলম। তিনি বলেন, “যাদের আমরা ভলনারেবল মনে করছি, তাদের সবাইকে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে।”নিরাপত্তা ব্যবস্থা কীভাবে নিশ্চিত করা হবে— এ প্রসঙ্গে আইজিপি বলেন, “আমাদের কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই। গত কয়েক দশক ধরে যে পদ্ধতিতে নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেই পদ্ধতিতেই দেওয়া হবে। প্রয়োজনে সশস্ত্র প্রহরী থাকবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো প্রার্থীদের ঝুঁকি নির্ধারণ করে প্রয়োজনীয় সতর্কতা ও নির্দেশনা দেবে— কোথায় যাবেন, কোথায় যাবেন না, এসব বিষয়ে।”ভোরের আকাশ/মো.আ.
১৩ ডিসেম্বর ২০২৫ ১০:৪০ এএম
পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতি ৫২ টি ছাগলসহ গাড়ী লুট
ঢাকা যাত্রাবাড়ী থেকে ছাগল ক্রয় করে নোয়াখালি যাওয়ার পথে পুলিশ পরিচয়ে ৫২ টি ছাগলসহ একটি পিকআপ গাড়ী লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি ডাকাতদল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি বাসস্টান্ড এলাকায় এঘটনা ঘটে। এসময় ডাকাতদল নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এঘটনায় ছাগলের বেপারী মনির হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।বাদী তার দায়েরকৃত মামলার এজহারে উল্লেখ্য করেন, ঢাকা যাত্রাবাড়ীর একটি আড়ৎ থেকে ৫২ টি ছাগল (ঢাকা মেট্টো-ন ১২-২৫৪৬) একটি পিকআপ ভ্যান ভর্তি করে নোয়াখালি মাইজদী উদয় সাধুর হাটে যাওয়ার পথে, গত বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্টান্ড এলাকায় একটি অজ্ঞাত সাদা রংয়ের মাইক্রোবাস পেছন থেকে লেজার টর্চ লাইট ব্যবহার করে পিকআপ ভ্যানের গতিরোধ করে।এসময় পুলিশের কটি পড়া, কোমড়ে পিস্তল ও একটি ওয়াকিটকি হাতে একজন ডাকাত তাকে পুলিশ পরিচয় দিয়ে চালকের নিকট গাড়ীর কাগজপত্র দেখতে চায়। গাড়ীতে মাদক আছে বলে তাদের গাড়ী থেকে নামতে বলে।এসময় সাদা রংয়ের মাইক্রোবাসে থাকা আরো অজ্ঞাত ৬/৭ জন ডাকাত নেমে ছাগলের বেপারী মনির হোসেন, তার সহযোগী লিটন মিয়া ও গাড়ীর চালক ফরহাদ মিয়াকে তাদের মাইক্রোবাসে তুলে হাত, পাঁ, মুখ বেধে নেয়। পরে ডাকাত দলের একজন সদস্য ছাগল ভর্তি পিকআপ ভ্যানটি নিয়ে কুমিল্লার দিকে রওয়ানা দেয়।অপর দিকে, ছাগলের বেপারী মনির হোসেন, তার সহযোগী লিটন মিয়া ও গাড়ীর চালক ফরহাদ মিয়াকে মারধর করে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও দুটি মোবাইল সেট লুট করে নেয়। পরবর্তীতে তাদেরকে হাত, পাঁ, মুখ অবস্থায় ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় রাস্তার পাশে ফেলে যায় ডাকাত দল। এবিষয়ে ছাগল ব্যবসায়ী মনির হোসেন জানান, ৫২ টি ছাগলের মূল্য ৫ লাখ ত্রিশ হাজার টাকা, নগদ আরো পনের হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়েছে ডাকাত দল। পিকআপ গাড়ীর মূল্য প্রায় সাত লাখ টাকা। ডাকাতির ঘটনায় তাদের প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিবুল্লাহ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্টান্ড এলাকায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে। ডাকাত চক্রের সদস্যদের ধরতে এবং ছাগল ও গাড়ী উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।ভোরের আকাশ/তা.কা
বাংলাদেশ পুলিশের ৩০ ডিআইজি, ৪ অতিরিক্ত ডিআইজি এবং ৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর )স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বদলির তথ্য জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।বদলি হওয়া ৩০ অতিরিক্ত ডিআইজি সম্প্রতি ডিআইজি পদে পদোন্নতি পান।ভোরের আকাশ/তা.কা
১২ ডিসেম্বর ২০২৫ ০২:৫৫ পিএম
পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
টানা ৬ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় বের হচ্ছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেন।এর আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট প্রবেশ করলে আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন।এর আগে বেলা ২টার পর থেকে ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপদেষ্টার দরজার সামনে বসে পড়েন। বিক্ষোভকারীরা উপদেষ্টার দরজার সামনে হ্যান্ড মাইক নিয়ে ভুয়া ভুয়া স্লোগানও দেন।এর আগে সচিবালয়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে দফায় দফায় আদেশ জারি করেছে সরকার। চলতি সপ্তাহেও তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বারবার এ আদেশ অমান্য করে সচিবালয়ে প্রতিনিয়ত বিভিন্ন দাবিতে সভা-সমাবেশ চলছেই।ভোরের আকাশ/তা.কা
১০ ডিসেম্বর ২০২৫ ০৮:৪১ পিএম
নির্বাচনে সব পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার
সব পুলিশ সদস্যকে আসন্ন নির্বাচনে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।বুধবার (১০ ডিসেম্বর) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে নভেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সদ্য যোগদান করা ডিএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) উদ্দেশে তিনি আরও বলেন, নতুন ওসিদের থানা এলাকার অপরাধ চিত্র ও পরিস্থিতি ভালো করে বুঝে নিতে হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে অভ্যাসগত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, অপরাধ দমন ও নিয়ন্ত্রণের জন্য প্রত্যেক থানায় টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হবে। এছাড়া তিনি টহল কাজে সরকারি মোটরসাইকেলগুলো ব্যবহার করার তাগিদ দেন।অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন নজরুল ইসলাম বলেন, নতুন ডিসি এবং ওসিদের প্রত্যেক থানার নিজস্ব ক্রাইম প্যাটার্ন অনুযায়ী কাজ করতে হবে। মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্টের বিষয়ে অফিসারদের আরও দায়িত্বশীল হতে হবে। কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে গৃহকর্মী নিয়োগে পরিচয়পত্র যাচাই এবং অপরিচিতদের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। এছাড়া আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।মাসিক অপরাধ সভায় নভেম্বর মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।ভোরের আকাশ/তা.কা
রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান। তিনি জানান, আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আমরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।তিনি আরও জানান, আফতাব উদ্দিন ‘৩৫তম আউটসাইড ক্যাডেট-এসআই’-এর ট্রেনিং শেষে ২০১৭ সালে যোগদান করেন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে ট্রেনিং করতে এসে এখানে ডরমেটরিতে ছিলেন।ভোরের আকাশ/তা.কা
১০ ডিসেম্বর ২০২৫ ০২:৫৩ পিএম
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের একটি সূত্র থেকে জানা যায় বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের বহুতল ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে সংঘটিত মা ও মেয়ে হত্যার ঘটনাটি নাড়া দিয়েছে সব মহলে। গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে এই জোড়া হত্যাকাণ্ড ঘটে, যখন নিহত লায়লা আফরোজের (৪৮) স্বামী ও শিক্ষক আ জ ম আজিজুল ইসলাম কর্মস্থলে ছিলেন। এ ঘটনায় নিহতরা হলেন লায়লা আফরোজ এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫), যিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি এবং নাফিসার দেহে ৬টি গভীর ক্ষতের চিহ্ন পাওয়া যায়। শুরু থেকেই এই ঘটনার প্রধান সন্দেহভাজন ছিলেন তাদের বাসায় মাত্র চার দিন আগে কাজে আসা এক গৃহকর্মী, যার নাম আয়েশা বলে জানিয়েছিলেন সেই গৃহকর্মী। হত্যাকাণ্ডের দিনের ওই বাসার সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যায়— অভিযুক্ত গৃহকর্মী সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে নিহত মেয়ের স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যান। ঘটনার নৃশংসতা দেখে পুলিশ ধারণা করছিল হয় ‘প্রশিক্ষিত কিলার’ অথবা অতিরিক্ত ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ বলছে, সাধারণ মানুষের পক্ষে এমন নৃশংসতা প্রদর্শন প্রায় অসম্ভব। পুলিশ কর্মকর্তারা বলছেন, এমন সুরতহাল সাম্প্রতিক সময়ে তারা দেখেননি।ভোরের আকাশ/মো.আ.
১০ ডিসেম্বর ২০২৫ ০১:১৬ পিএম
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের একটি সূত্র থেকে জানা যায় বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের বহুতল ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে সংঘটিত মা ও মেয়ে হত্যার ঘটনাটি নাড়া দিয়েছে সব মহলে। গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে এই জোড়া হত্যাকাণ্ড ঘটে, যখন নিহত লায়লা আফরোজের (৪৮) স্বামী ও শিক্ষক আ জ ম আজিজুল ইসলাম কর্মস্থলে ছিলেন। এ ঘটনায় নিহতরা হলেন লায়লা আফরোজ এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫), যিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি এবং নাফিসার দেহে ৬টি গভীর ক্ষতের চিহ্ন পাওয়া যায়। শুরু থেকেই এই ঘটনার প্রধান সন্দেহভাজন ছিলেন তাদের বাসায় মাত্র চার দিন আগে কাজে আসা এক গৃহকর্মী, যার নাম আয়েশা বলে জানিয়েছিলেন সেই গৃহকর্মী। হত্যাকাণ্ডের দিনের ওই বাসার সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যায়— অভিযুক্ত গৃহকর্মী সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে নিহত মেয়ের স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যান। ঘটনার নৃশংসতা দেখে পুলিশ ধারণা করছিল হয় ‘প্রশিক্ষিত কিলার’ অথবা অতিরিক্ত ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ বলছে, সাধারণ মানুষের পক্ষে এমন নৃশংসতা প্রদর্শন প্রায় অসম্ভব। পুলিশ কর্মকর্তারা বলছেন, এমন সুরতহাল সাম্প্রতিক সময়ে তারা দেখেননি।ভোরের আকাশ/মো.আ.
১০ ডিসেম্বর ২০২৫ ০১:১৬ পিএম
আত্রাইয়ে মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
নওগাঁর আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার এক নারী আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পরে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত চারজন এবং মাদক মামলার একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মারিড়য়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে কেরামত আলী, নওদুলী মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহেল রানা, জামগ্রামের গোলাম মহিউদ্দীনের ছেলে লতিফুল কবির এবং বলরাম চক চৌধুরীপাড়ার ওসমান সরকারের ছেলে ওয়াজ করুনি। তাদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল।এছাড়া মঙ্গলবার দুপুরে পৃথক অভিযানে উপজেলার ভরতেতুলিয়া গ্রাম থেকে মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি নিশি খাতুনকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের রাজি আলীর স্ত্রী।পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত সকলকেই মঙ্গলবার নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/মো.আ.