গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫ ০৮:১১ পিএম
ইট বোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল শিশুর
গাইবান্ধার পলাশবাড়ীতে ইট বোঝাই ট্রলির চাপায় কেশব বাবু (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ মে) বিকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর কেশব বাবু গোবিন্দগঞ্জের নাকাইহাট এলাকার সুজন চন্দ্র ও ছন্দা রানী দম্পত্তির একমাত্র ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টার দিকে কেশব বাবু তার মা ও নানীর সঙ্গে ভ্যানযোগে মাঠের হাটে ডাক্তার দেখাতে যাচ্ছিল। পথিমধ্যে পবনাপুর-ডাকঘরগামী পাকা সড়কের মোস্তফাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে শিশু কেশব বাবু মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায়। এসময় ট্রলির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রলিটিকে আটক করলেও চালক কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘাতক ট্রলিটি হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/এসএইচ