চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫ ০২:২৪ এএম
চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
চট্টগ্রামে চালক নেতাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকরা ধর্মঘট ডাক দিয়েছেন।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের ডাকে এই ধর্মঘটে বন্দরসহ সব সড়কে ট্রেইলার চলাচল বন্ধ থাকবে।
বুধবার (১৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু খায়ের। তিনি জানান, পাহাড়তলীতে একটি ঘটনায় সংগঠনের সভাপতি সেলিম খান গেলে, সেখানকার থানা পুলিশের ওসি তাকে সবার সামনে গালাগাল ও মারধর করেন। সঙ্গে আরও দুজন চালককেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে নগরের ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান আবু খায়ের। তিনি আরও বলেন, সংগঠনের প্রায় ৩০ হাজার সদস্য এই ধর্মঘটে অংশ নেবেন।
এদিকে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক বখতিয়ার আলম প্রিন্স অভিযোগ করে বলেন, ঘটনাটি পুলিশের সামনেই ঘটলেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে পাহাড়তলী থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
ভোরের আকাশ//হ.র