ছবি : সংগৃহীত
বিদায়ের পথে হেমন্তের কার্তিক মাস, আসছে শীতের আমেজ। হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে নেমে এসেছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস আর কুয়াশায় ভোর থেকেই শীতের আবহ তৈরি হয়েছে। শীতের আগমন আগেই টের পাচ্ছে পঞ্চগড়বাসী।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ। এর আগের দিন রোববার (৯ নভেম্বর) সকালে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরের সবুজ ঘাসে চিকচিক করছে শিশিরবিন্দু। সকালে মিষ্টি রোদে কুয়াশা ভেসে বেড়াচ্ছে প্রকৃতিতে। আগেরদিন দিনভর রোদে খানিকটা উষ্ণতা থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে নেমে আসে শীতলতা। ফলে লেপ-কম্বল, সোয়েটার, চাদর হাতে নিতে শুরু করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, রাতের শেষে সকালে উঠতেই ঠান্ডা লাগে, হয়তো শীত এসে গেছে বোঝা যায়। শীত বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড় ও আশপাশের জেলায় শুরু হয়েছে শীতবস্ত্রের কেনাবেচা। গ্রামীণ হাটবাজারে দেখা যাচ্ছে কম্বল, লেপ ও জ্যাকেটের চাহিদা বেড়ে গেছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এ অঞ্চলটি দেশের শীতের জেলা হিসেবে পরিচিত। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৯ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ রোববার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এতে শীতের প্রভাব বাড়ছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমবে।
ভোরের আকাশ/মো.আ.
সংশ্লিষ্ট
পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলালের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ের সহ-সম্পাদক এ আর মামুন খান। শুক্রবার (১৪ নভেম্বর ) সন্ধ্যায় পৌর শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মিল্টন, সাবেক সদস্য সচিব তাহসিন জামান রোমেল,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহিন রেজা, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মনির , টিকিকাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু হানিফ প্রমুখ। পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মনোনয়নবঞ্চিত এআর মামুন বলেন, যা-ই করি না কেন তা দলের জন্যই করছি। মনোনয়ন পাইনি বলে এলাকা ছেড়ে চলে যাব-এমনটা ভাবা ঠিক নয়। আমি মঠবাড়িয়াতেই আছি এবং ধানের শীষ তথা দলের পক্ষে কাজ করছি। তবে দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল।আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চাইনা। আমরা সকল মত ও পথের মানুষদের সাথে নিয়ে জাতীয়তাবাদের আদর্শে ভালোবাসা, উদারতা ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করতে চাই। আমরা নারীদেরও ব্যবসায় সম্পৃক্ত করার জন্য উদ্বুদ্ধ করতে চাই। আগামীদিনে আমরা ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়তে বদ্ধপরিকর। বেকার মুক্ত মঠবাড়িয়া গড়ার।পিরোজপুর-৩ আসনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।ভোরের আকাশ/মো.আ.
সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে আগুনের বিষয়টি নিশ্চিত করেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম। এর আগে ভোর ৫টার দিকে আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকার মেডলার অ্যাপারেলস লিমিটেড নামক তৈরী পোশাক কারখানার সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেলযোগে দুজন ব্যক্তি এসে পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়।জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। তবে স্থানীয়রা আগে থেকেই আগুন নিয়ন্ত্রনে আনায় একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনের কাজে যোগ দেয়। আগুনে পিকআপ ভ্যানটির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ভোরের আকাশ/তা.কা
টেকনাফ সীমান্তে মাদক চোরাচালান দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই অংশ হিসেবে নাজিরপাড়া বিওপি এলাকার একটি বাড়ির কাঁঠাল গাছের শিকড়ের নিচে লুকিয়ে রাখা ১,৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মাদক লেনদেনের তথ্য পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। স্থানীয় মোহাম্মদ ইদ্রিস আলীর বাড়িসহ আশপাশ ঘিরে তল্লাশি চালানোর সময় উঠোনের কোণে মাটি খুঁড়ে অভিনব কৌশলে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানের আগ মুহূর্তে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবির ধারণা, টহলের উপস্থিতি টের পেয়ে মাদক চক্রের সদস্যরা দ্রুত ইয়াবা লুকিয়ে রেখে স্থান ত্যাগ করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকচক্রের জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, সীমান্তে মাদক প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলবে।ভোরের আকাশ/মো.আ.
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় খাইরুল উম্মাহ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় উপজেলার ১নং নাওগাঁও ইউনিয়নের বগা কৃষ্ণপুর গ্রামের তালুকদার বাড়ি সংলগ্ন নওমুসলিম মার্কাজ দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসায় ৩দিন ব্যাপী ইজতেমা-২০২৫ শুরু হয়েছে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তাহাজ্জুদ নামাজ আদায়ের মাধমে ইজতেমার কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ব বিখ্যাত দাঈ, হযরত মাওলানা কালীম সিদ্দিকী দা. বা. এর বিশিষ্ট খলিফা উপ-মহাদেশের প্রখ্যাত দাঈ মুফতি যুবায়ের আহমাদ (হাফি.)।এ সময় খাইরুল উম্মাহ ফাউন্ডেশন এর পরিচালক, দারুল উলুম মাহমুদিয়া মাহমুদ নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আনিসুর রহমান তালুকদার, মুক্তি আব্দুর রাকিব দা. বা., জেলার জিম্মাদার মুক্তি সোহাইল বিন নূর, মুফতি মাহবুবুল্লাহ কাসেমী দা. বা., জামাতের জিম্মাদার সাথীগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার ছাত্র এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দারুল উলুম মাহমুদিয়া মাহমুদ নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আনিসুর রহমান তালুকদার বলেন, প্রখ্যাত দাঈ মুফতি যুবায়ের আহমাদ হাফি. এর পরামর্শ ও দিক-নির্দেশনায় পরিচালিত খাইরুল উম্মাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক এবং মানবতার কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান।তিনি বলেন, অরাজনৈতিক সংগঠন খাইরুল উম্মাহ এর সার্বিক ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী দাওয়াতি ও তালিমি এই ইজতেমায় দেশবরেণ্য উলামা মাশায়েখ, দাঈ বুযুর্গানে দ্বীন ও ইসলামী চিন্তাবিদগণ নসীহত পেশ করছেন।তিনি আরও বলেন, এ ইজতেমা আয়োজনের মাধ্যমে মানুষের মাঝে কুরআন হাদীসের শিক্ষা, নামাজের দাওয়াত, দোয়া কালেমা শিক্ষা ও কুসংস্কারমুক্ত সমাজ গঠনে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে এ ইজতেমা বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনেকরি।দাওয়াতি ও তালিমি এই ইজতেমায় দেশের বিভিন্ন জেলা উপজেলা হতে জামাতবন্দি হয়ে আগত ধর্মপ্রাণ মুসল্লিগণ এতে অংশগ্রহণ করেছেন।শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮ঘটিকায় শেষ বয়ানের পর আখেরী মোনাজাতের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক সমাপনী হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।ভোরের আকাশ/তা.কাফুলবাড়িয়া, ইজতেমা, মোনাজাত