পদ্মায় জেলের জালে ধরা পড়েছে এই বিশাল পাঙাশ মাছ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ। মাছটি নিলামে ১৫ হাজার টাকায় কিনেছেন এক আড়তদার।
সোমবার মধ্যরাতে শিবালয় উপজেলার পদ্মা নদীতে জামাল প্রামাণিক ও রতন হালদারের বেড় জালে মাছটি ধরা পড়ে বলে জানান আড়তদার সুমন রাজবংশী।
রতন হালদার বলেন, ‘সোমবার রাতে জামাল প্রামাণিকের নৌকায় আমরা জাফরগঞ্জ এলাকার সাতজন জেলে বেড়জাল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যাই। মধ্যরাতে হরিরামপুরের শেষ প্রান্ত ও শিবালয়ের শুরু অংশের পদ্মা নদীতে জাল ফেললে পাঙাশটি ধরা পড়ে। পরে মঙ্গলবার ভোরে মাছটি হরিরামপুরের আন্ধারমানিক আড়তে নিয়ে আসি। হাঁকডাকে ১৫ হাজার টাকায় সুমন নামের এক আড়তদারের কাছে বিক্রি করি।’
আড়তদার সুমন বলেন, ‘সকালে ভরতের খোলায় মাছটি উঠলে আমি ১৫ হাজার টাকায় কিনি। মাছটি ঢাকার এক ক্রেতার কাছে পাঠাব।’
ভোরের আকাশ/সু
সংশ্লিষ্ট
সিলেটের গোলাপগঞ্জে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আরও দুইজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আনন্দ চন্দ্র।বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে সিলেট- জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়ন এলাকার তের মাইল নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক জন মারা যান এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অপরজন মারা যান। এ ঘটনায় আহত আরও দুই মোটরসাইকেল আরোহী বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকার জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৩) ও গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রানাপিং এলাকার লাল মিয়া ছেলে ছাব্বির (২১)। আহত দুজন হলেন, জুড়ি উপজেলার বাচিরপুর এলাকার আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (৩৫) ও গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে আরিফুল হক জয় (২০)।বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আনন্দ চন্দ্র বলেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের তেরমাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন বলে জানান তিনি।ভোরের আকাশ/তা.কা
সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) টানা ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং গাছের শাখা-প্রশাখা কাটার জন্য সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আজ টানা ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বুধবার (১৭ ডিসেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা ১১ কেভি ধোপাগুল ফিডারের আওতাধীন কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট, কলারতল, কাঠকুরি ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যথারীতি কাজ শেষ হলে উক্ত এলাকাগুলোতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।সাময়িক এমন সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী।ভোরের আকাশ/তা.কা
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসম্বর) সূর্যোদয়ের সাথে সাথে পৌর শহরের ডাকবাংলো মাঠে স্বাধীনতা স্মৃতিসৌধ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। পরে স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে এবং উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌর পরিষদের পক্ষে পুষ্পার্ঘ অপর্ণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।এসময় পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিএনপি, জামায়তসহ তাদের অঙ্গসংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৯টায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে এগারোটায় কুলাউড়া ডাকবাংলো মাঠে বিজয় দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী বিজয় মেলার (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের) শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক খালেদ পারভেজ বখশ, ময়নুল হক পবন, মোক্তাদির হোসেন, আলাউদ্দিন কবির, নাজমুল বারী সোহেল, একেএম জাবের, মাহফুজ শাকিল, মহিউদ্দিন রিপন, জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম, শামীম আহমদ, লিংকন তালুকদার, আতিকুর রহমান তারেক, আল আদনান চৌধুরী, শেখ বদরুল হোসেন রানা, ইব্রাহিম মাহমুদ, আরমান রফিক, ইমন আহমদ, রায়হান আহমদ, বদরুল হোসেন প্রমুখ। মেলায় বিভিন্ন উদ্যোক্তা তাদের উৎপাদিত হস্তশিল্প নিয়ে আসেন।দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খাঁন, উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমলাকান্ত ভৌমিক, হাবিব মিয়া। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়তসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সকল মসজিদ, মন্দির, গীর্জাসহ ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও বিশেষ প্রার্থনা করা হয়। বিকেলে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম কুলাউড়া পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।ভোরের আকাশ/এসএইচ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে গাজীপুর ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে সকাল ৮ টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমানসহ বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, এই বিজয় শুধু ভূখণ্ডের নয়—এটি মর্যাদা, মানবিক মূল্যবোধ ও স্বাধীন স্বপ্নের বিজয়। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নই শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই নতুন প্রজন্মকে সাম্য, ন্যায় ও অগ্রগতির বাংলাদেশ উপহার দিতে পারে।”অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয় গাজীপুর মূল ক্যাম্পাসে বিভিন্ন ব্যানার প্রদর্শন, বর্ণিল আলোকসজ্জায় সজ্জিতকরণ এবং যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীরদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।এছাড়াও সারা দেশে বাউবির বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রেও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ব্যানার প্রদর্শনসহ নানা কর্মসূচি পালন করা হয়।ভোরের আকাশ/এসএইচ