ছবি: সংগৃহীত
১৩ বছর আগে গুমের পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে মর্মে তদন্তে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তাজুল ইসলাম জানান, তদন্তে জিয়াউল আহসানের বিরুদ্ধে একশ’র বেশি মানুষকে গুমের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ইলিয়াস আলীর বিষয়টিও রয়েছে। ২০১২ সালের এপ্রিলে ঢাকার বনানী থেকে নিখোঁজ হয়েছিলেন সিলেট-২ আসনের সাবেক এই সংসদ সদস্য।
গুম ও শতাধিক মানুষকে হত্যার দায়ে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। অভিযোগের মধ্যে রয়েছে গাজীপুরে তিনজনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চর-দুয়ানিতে ৫০ জন হত্যা এবং বনদস্যু দমনের নামে সুন্দরবনে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যা।
এছাড়াও বিএনপি নেতা চৌধুরী আলম, সাজেদুল হক সুমন, সালাহউদ্দিন আহমেদসহ তিন শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সঙ্গে জিয়াউলের সংশ্লিষ্টতার তথ্য মিলেছে বলে জানান চিফ প্রসিকিউটর। এসব বিষয়ে তদন্ত এখনো চলমান রয়েছে। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আগামী ২১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। — Copied from www.khoborsangjog.com © 2025
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
১৩ বছর আগে গুমের পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে মর্মে তদন্তে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।তাজুল ইসলাম জানান, তদন্তে জিয়াউল আহসানের বিরুদ্ধে একশ’র বেশি মানুষকে গুমের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ইলিয়াস আলীর বিষয়টিও রয়েছে। ২০১২ সালের এপ্রিলে ঢাকার বনানী থেকে নিখোঁজ হয়েছিলেন সিলেট-২ আসনের সাবেক এই সংসদ সদস্য।গুম ও শতাধিক মানুষকে হত্যার দায়ে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। অভিযোগের মধ্যে রয়েছে গাজীপুরে তিনজনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চর-দুয়ানিতে ৫০ জন হত্যা এবং বনদস্যু দমনের নামে সুন্দরবনে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যা।এছাড়াও বিএনপি নেতা চৌধুরী আলম, সাজেদুল হক সুমন, সালাহউদ্দিন আহমেদসহ তিন শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সঙ্গে জিয়াউলের সংশ্লিষ্টতার তথ্য মিলেছে বলে জানান চিফ প্রসিকিউটর। এসব বিষয়ে তদন্ত এখনো চলমান রয়েছে। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আগামী ২১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। — Copied from www.khoborsangjog.com © 2025ভোরের আকাশ/এসএইচ
মরক্কোর উপকূলীয় সাফি শহরে সপ্তাহান্তে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। সোমবার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বন্যায় আহত হয়ে আরও ১৪ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার ভারী বৃষ্টিপাতের কারণে বন্দর নগরী সাফির পুরনো শহরে বাড়িঘর ও দোকানপাটে জল ঢুকে যায়, গাড়ি ভেসে যায় এবং মরক্কোর রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার (২০৫ মাইল) দক্ষিণে অবস্থিত এই শহরটির এবং এর আশেপাশে অনেক রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিষ্কার করার জন্য সোমবার শহরে স্কুল বন্ধ ঘোষণা করা হয়।স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পুরনো শহরে রাস্তাঘাট জলমগ্ন এবং গাড়ি ডুবে আছে। এছাড়া কর্তৃপক্ষ উদ্ধার অভিযানে নৌকা ব্যবহার করছে।কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে ৭০টি বাড়ি এবং দোকান বন্যায় ডুবে গেছে।সাত বছরের খরার পর মরক্কো বর্তমানে ভারী বৃষ্টিপাত এবং অ্যাটলাস পর্বতমালায় তুষারপাত দেখছে, এই খরায় দেশটির কিছু প্রধান জলাধার শুকিয়ে গিয়েছিল।ভোরের আকাশ/এসএইচ
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ইহুদিদের হানুক্কা উৎসবে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় হামলাকারীদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত দুই ব্যক্তি বাবা ও ছেলে।নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সী নাভিদ আকরাম এবং তার ৫০ বছর বয়সী বাবা রবিবার সন্ধ্যায় বন্ডি বিচে ‘হানুক্কা বাই দ্য সি’ অনুষ্ঠানে নির্বিচারে গুলি চালান। এতে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। নিহতদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে।ড্রোনে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, এক হামলাকারী পথচারী সেতু থেকে গুলি চালাচ্ছিলেন। পুলিশের গুলিতে আঘাত পেয়ে তিনি নিচে পড়ে যান। অপর হামলাকারী তখনো নিচে দাঁড়িয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালাতে থাকেন।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ক্যাম্পবেল প্যারেডে গাড়ি থামিয়ে প্রায় ১০ মিনিট ধরে অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়েন। এতে উৎসবে অংশ নেওয়া পরিবার, শিশু ও পর্যটকরা হতাহত হন।নাভিদ আকরাম সিডনির বনিরিগ এলাকার বাসিন্দা। হামলার আগে তিনি তার মাকে জানান, মাছ ধরতে যাচ্ছেন। তারপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বাবা ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন।হামলায় আহত অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিডনির শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ব্রিটিশ বংশোদ্ভূত রাব্বি এলি শ্ল্যাঙ্গারও রয়েছেন।দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, অস্ট্রেলিয়ায় ঘৃণা, সহিংসতা ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। এই হামলার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা হবে।অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, হামলাকারীদের একজন আগে তাদের নজরে থাকলেও তাৎক্ষণিক হুমকি হিসেবে চিহ্নিত ছিলেন না।সূত্র: ডেইলি মেইলভোরের আকাশ/মো.আ.
কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস পাহাড়ি খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।সোমবার (১৫ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, রবিবার রাতে স্থানীয় প্রশাসন এ তথ্য জানান।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে অ্যান্টিওকুইয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। স্কুলভ্রমণ শেষে বাসটিতে অ্যান্টিওকুইনো হাই স্কুলের শিক্ষার্থীরা ফিরছিল।রবিবার (১৪ ডিসেম্বর) রাতে গভর্নর আরও জানান, বার্ষিক পরীক্ষা শেষে উদ্যাপনের অংশ হিসেবে সমুদ্রসৈকতে শিক্ষা সফরে গিয়েছিল শিক্ষার্থীরা। ডিসেম্বরের এই সময় পুরো কমিউনিটির জন্য এটি অত্যন্ত হৃদয়বিদারক খবর। সূত্র: রয়টার্সভোরের আকাশ/মো.আ.