× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্কের প্লট বরাদ্দ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ০৪:০২ পিএম

ছবি: ভোরের আকাশ

ছবি: ভোরের আকাশ

সিরাজগঞ্জে বহুল প্রতীক্ষিত বিসিক শিল্পপার্ক, সিরাজগঞ্জ’র প্লট বরাদ্দ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  এদিন ৭২ জনকে প্লট প্রদান করা হয়।  এ শিল্পপার্কটি চালু হলে ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

রাজশাহীর বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের সেখ প্রমুখ।

স্বাগত বক্তব্যে সিরাজগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম বলেন, শিল্পায়নের মাধ্যমে উত্তরবঙ্গের অর্থনীতিকে সমৃদ্ধ করাই ছিল সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক নির্মাণের উদ্দেশ্য।

এছাড়াও বেকারত্ব হ্রাস, অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্পায়নের পরিবেশ সৃষ্টি করাও ছিল লক্ষ্য।  এই শিল্প পার্কে ৮২৯টি প্লটের পরিকল্পনা ছিল, সবগুলোই প্রস্তুত করা হয়েছে।  দেশি-বিদেশি উদ্যোক্তারা প্লট বরাদ্দ পেয়েছেন।

বরাদ্দপত্র পাওয়ার পর ইজারা গ্রহীতার করণীয় সম্পর্কে বিসিক শিল্প পার্কের প্রধান মোঃ সাজিদুল ইসলাম বলেন, বিসিক ১৯৫৭ সালে যাত্রা শুরু করে।  সারাদেশে ৮৩টি শিল্প নগরী রয়েছে, যার মধ্যে সিরাজগঞ্জ অন্যতম।  নির্ধারিত সময়ে ডাউনপেমেন্ট, সার্ভিস চার্জ পরিশোধ না করলে, অনুমোদিত লে-আউট মানা না হলে, ৫ বছরের বেশি শিল্প কারখানা বন্ধ থাকলে বা আবাসিক কাজে ব্যবহার করলে প্লট বরাদ্দ স্থগিত করা হতে পারে।  এছাড়াও মোবাইল টাওয়ার স্থাপন করা যাবে না, করলে প্লট বরাদ্দ বাতিল করা হবে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঢাকার কাছাকাছি জেলা সিরাজগঞ্জ হলেও এখানে শিল্পায়ন তেমন হয়নি, অথচ পাশের জেলা বগুড়ায় হয়েছে।  এটি বিসিকের সবচেয়ে বড় পার্ক সিরাজগঞ্জে।  অধিকাংশ উদ্যোক্তা এই জেলার বাসিন্দা।  সিরাজগঞ্জ এখন শিল্প পার্কের জন্য উপযুক্ত।  রেলপথ, সড়কপথ ও নদীপথ - সব যোগাযোগ ব্যবস্থা ভালো।  যারা প্লট বরাদ্দ পেয়েছেন, তাদের দ্রুত কার্যক্রম শুরুর অনুরোধ করছি।

রাজশাহীর বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ বলেন, আজকের দিনটি আমাদের জন্য এক আনন্দের দিন।  আজকের দিনের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি।  অনেক কঠিন পথ পেরিয়ে আসতে হয়েছে।  সবার আবেগকে কাজে লাগিয়ে এই স্বপ্ন বাস্তবায়ন হবে, এটাই আমাদের প্রত্যাশা।  আমরা সর্বোচ্চ সহযোগিতার জন্য প্রস্তুত। বিসিকের জিডিপিতে ১১ ভাগ অবদান রয়েছে।

উল্লেখ্য, যমুনা সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ছাতিয়ানতলী ও পশ্চিম মোহনপুর এবং কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া, বেলুটিয়া ও মোড়গ্রাম মৌজার মোট ৪০০ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয় শিল্প মন্ত্রণালয়।  ৭১৯ কোটি ২১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ ধরা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

  • শেয়ার করুন-
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জন, শিক্ষক-শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জন, শিক্ষক-শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ

সিরাজগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

 জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

সংশ্লিষ্ট

গাইবান্ধায় ‘ইউথ ফর বাংলাদেশ’ আয়োজনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

গাইবান্ধায় ‘ইউথ ফর বাংলাদেশ’ আয়োজনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

কুড়িগ্রামে সাঁপুড়ের প্রাণ নেয়া সাপটিকে চিবিয়ে খেলো আরেক সাঁপুড়ে

কুড়িগ্রামে সাঁপুড়ের প্রাণ নেয়া সাপটিকে চিবিয়ে খেলো আরেক সাঁপুড়ে

গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জমিয়াতুল মোদার্রেছীনের আর্থিক সহায়তা পেলো মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

জমিয়াতুল মোদার্রেছীনের আর্থিক সহায়তা পেলো মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা