ছবি: ভোরের আকাশ
যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থানের ৫ ও ৬ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গাজীপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে গাজীপুর সদরের রাজেন্দ্রপুরে জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ৫ আগস্ট উপজেলা পর্যায়ে আনন্দ র্যালী, ৬ আগষ্ট জেলা পর্যায়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ র্যালী অনুষ্ঠিত হবে।
তাছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের নানা অপকর্মের বিষয়ে নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা.এস এফ রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী সহ বিভিন্ন উপজেলার আহবায়ক কমিটির সদস্য সহ জেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
গাজীপুরের শ্রীপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড্ গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি, উদ্দীপনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার মো: আল মামুন তালুকদার।ছবি : ভোরের আকাশহুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আবদুল হান্নান সজল, বরামা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ,অভিভাবক মোঃ দেলোয়ার হোসেন ও হুমায়ুন কবির সাংবাদিক টিপু সুলতান ও রাতুল মন্ডল, একাডেমিক সুপার ভাইজার পারভীন আক্তার, জেলা সহকারী পরিদর্শক মেহেদী হাসান, শিক্ষার্থী জিয়েনা জাহিন মিম, সানজিদা আজাদ প্রিন্সী প্রমুখ।ভোরের আকাশঅনুষ্ঠান শেষে ছয় জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।ভোরের আকাশ/এসএইচ
পিরোজপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান বৃহস্পতিবার (৩১ জুলাই) পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক। পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী।বক্তারা বলেন, জুলাই মাস ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। স্বাধীনতা-পরবর্তী সংকটে দেশের জন্য যারা জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিলেন, সেই যোদ্ধাদের সম্মান জানানোর মাধ্যমেই নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা সম্ভব।অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয় এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ভোরের আকাশ/এসএইচ
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (২৪) নিহত হয়েছেন।বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজশাহীগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই যুবকটি মারা যান।স্থানীয়রা জানান, ট্রেনের ধাক্কায় মাথা থেতলে যাওয়ায় নিহত ব্যক্তিকে চেনা যাচ্ছে না। আর পুলিশ খবর পেয়ে রাতেই লাশ নিয়ে গেছে।সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, এখনো ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। লাশটি মর্গে রাখা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি সিএনজি থেকে ১০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। একইসঙ্গে বিকাশ বাঁসফোর (২০) ও আকাশ মিয়া (২০) নামের দুই মাদক কারাবারিকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালের দিকে উপজেলার দুবলাগাড়ী এলাকায় মেসার্স দিলারা রিফুয়েলিং অ্যান্ড অটোগ্যাস স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত বিকাশ বাঁসফোর পলাশবাড়ী পৌরসভার কাঠপট্টি এলাকার মৃত কার্তিক বাঁসফোরের ছেলে ও আকাশ মিয়া হায়দার আলীর ছেলে।অভিযানিক দলটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জগামী একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। তখন পেছনের সিটের নিচে রাখা একটি পাটের বস্তা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোস্তফা জামান বলেন, গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদককের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।ভোরের আকাশ/এসএইচ