আবুল কাশেম, জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫ ০৫:০৮ পিএম
মেলান্দহে ইজারা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ , আটক ১৪
জামালপুরের মেলান্দহে বাজার ইজারা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ মে ) দিবাগত রাতে শ্যামপুর এবং নয়ানগর মোড়ের নতুন বাজারের ইজারা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
মামলার আইও স্নেহাশীষ রায় জানিয়েছেন, পশ্চিম শ্যামপুর গ্রামের দৌলত শেখের ছেলে আ: মালেক (৩৫) এবং গ্রেপ্তারকৃত ওবায়দুর রহমানের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় রোববার (১১ মে) আ: মালেক বাদি হয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দোকান ভাংচুরসহ মারধরের অভিযোগ আনা হয়েছে।
তিনি আরও জানান, মামলার প্রেক্ষিতে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো কাজাইকাটা গ্রামের আব্দুল হকের ছেলে ওবায়দুর রহমান (৩৫), ময়না মিয়া (২৩), আশরাফ আলীর ছেলে ইব্রাহিম (২০), ইমান আলীর ছেলে সোহেল রানা (২২), জয়নালের ছেলে জিয়াউর রহমান (৪২), মোহাম্মদ আলী (৩২), আসাদ আলীর ছেলে বাবুল মিয়া (২৫), মফিজলের ছেলে আমিনুর রহমান (২৫), আমানুর রহমান (২০), খলিলুর রহমান (৫০), নূরুল ইসলাম (৩০), জিয়ার আলীর ছেলে জাহিদ হাসান (২০), ইজা শেখের ছেলে বাদশা শেখ (৪৭) এবং দক্ষিণ বালুরচরের আ: রহিমের ছেলে জুয়েল মিয়া (২৪)।
অভিযুক্তদের ১১ মে বিকেল ৩টার দিকে কোর্টে চালান দেয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, নয়ানগর মোড়ের নতুন বাজারটি ওবায়দুর রহমানের নিজস্ব জমিতে এবং আব্দুল মালেক শ্যামপুর পুরনো বাজারের ইজারা আদায় করতেন।
ভোরের আকাশ/আমর