কুলাউড়া প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩০ পিএম
ছবি- ভোরের আকাশ
মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘের কুলাউড়া উপজেলা শাখা।নবগঠিত কমিটির আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের ডাকবাংলো মাঠে।
চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা মাহফুজ শাকিল এবং সঞ্চালনা করেন কার্যনির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন রিপন।প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ আজ সময়ের দাবি।
শুভসংঘ দেশজুড়ে যে বৃক্ষরোপণ কার্যক্রম চালাচ্ছে তা প্রশংসনীয়। আমাদের প্রত্যেকের উচিত বাড়ির আঙিনা ও চারপাশে গাছ লাগিয়ে পরিবেশ আন্দোলনকে এগিয়ে নেওয়া।তিনি আরো বলেন, শুভসংঘ শুধু গাছ লাগাচ্ছে না, বরং মানবিক ও সামাজিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর তাছলিমা সুলতানা মনি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক শাহ আলম শামীম, শুভসংঘের সহ-সভাপতি রফিকুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম আলী, মো. ময়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক ফারদিন কাওসার তানিম, অর্থ সম্পাদক মিফতা আহমদ রাফি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সানজিদা নাহার শোভা, ক্রীড়া সম্পাদক সাদিকুর রহমান সিয়াম এবং অ্যাপায়ন বিষয়ক সম্পাদক কেফায়েত হোসেন সুলমান প্রমুখ।
শুভসংঘের সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস বলেন, শুভসংঘ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।গাছের চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে চাই এবং ভবিষ্যৎ প্রজন্মকে গাছের প্রতি আগ্রহী করে তুলতে চাই।
ভোরের আকাশ/জাআ