পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৬ পিএম
ছবি : ভোরের আকাশ
পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) ও সহকারী শিক্ষক অসীম কুমারের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেয়— “শিক্ষকের ওপর হামলা কেন, বিচার চাই বিচার চাই”, “শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, বাঁচবে বাংলাদেশ”।
মানববন্ধন ও সমাবেশে শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনা না ঘটে, সে ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিদ্যালয় শেষে প্রধান শিক্ষক বিপুল মিত্র সহকারী শিক্ষক অসীম কুমারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে শহরে ফিরছিলেন। পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা এলাকায় ৭-৮ জন মুখোশধারী দুর্বৃত্ত তাদের পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। এতে বিপুল মিত্রের দুই পা ও ডান হাত ভেঙে যায়। সহকারী শিক্ষক অসীম কুমারও এ সময় আহত হন।
এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভোরের আকাশ/মো.আ.