মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৫ পিএম
ছবি : ভোরের আকাশ
মাগুরা শহরতলি পারনান্দুয়ালি এলাকার স্লুইচগেট ব্রীজ সংলগ্ন নবগঙ্গা নদীতে পা পিছলে পড়ে দীপ্ত (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (২৮সেপ্টেম্বর) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দীপ্ত মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং শহরের মেটারনিটি পাড়ার ফেরদৌস হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর দীপ্ত তার দুই বন্ধুকে নিয়ে নবগঙ্গা ব্রীজ এলাকায় ঘুরতে আসে। এসময় তারা পশ্চিম পাশে দাঁড়িয়ে টিকটক করছিল। হঠাৎ অসতর্ক অবস্থায় দীপ্ত নদীতে পড়ে যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ খোঁজাখুঁজির পর রাতেই দীপ্তর মরদেহ উদ্ধার করে। সোমবার (২৯সেপ্টেম্বর) দুপুর ২টায় তার দাফন সম্পন্ন হয়।
ভোরের আকাশ/মো.আ.