শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫ ০৩:৩৮ পিএম
শরীয়তপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে ৮ জন গ্রেপ্তার
শরীয়তপুরে জাজিরার বিলাসপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলার প্রধান আসামী আব্দুল কুদ্দুস বেপারীকে রোববার সকালে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে র্যাব-৮ ও র্যাব-৩ এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৮ এর মিডিয়া অফিসার অমিত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরে জাজিরা উপজেলার বিলাসপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় জাজিরা থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতেই থানার এসআই সঞ্জয় কুমার বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ৮০০ থেকে ১ হাজার জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
এদিকে শনিবার রাতেই সংঘর্ষের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে যৌথবাহিনী জাজিরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বিলাসপুরের আব্দুল মাদবরের ছেলে সাদ্দাম হোসেন, মৃত আব্দুল লতিফ মাদবরের ছেলে শাহ আলম, শেখ আব্দুল জব্বারের ছেলে শেখ আব্দুল মালেক, আলী আজগর মাদবরের ছেলে শাহজাহান মাদবর, মৃত আব্দুর রবের ছেলে মতিউর রহমান, মো. ইউসুফ শেখের ছেলে শাহাবুদ্দিন শেখ ও শামছুদ্দিন মাদবরের ছেলে শহর আলী মাদবর। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছেন। এছাড়া এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে বিলাসপুর এলাকায় সরেজমিন ঘুরে দেখে গেছে, ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরো বিলাসপুর এলাকা জুড়ে সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের গ্রেপ্তারের আতঙ্কে এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।
উল্লেখ্য, বিলাসপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল জলিল মাদবর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় সংঘর্ষকারীরা প্রায় ২ শতাধিক বোমার বিষ্ফোরণ ঘটায় এবং উভয় পক্ষের ১৬ জন আহত হয়।
জাজিরা থানার ওসি মো. দুলাল আখন্দ বলেন, বিরোধপূর্ণ এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ভোরের আকাশ/এসএইচ