মা-ভাইয়ের সঙ্গে ঝগড়া
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫ ০৩:৪২ পিএম
গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা
গাইবান্ধার সাদুল্লাপুরে মা-ভাইয়ের সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস নিয়ে রোকসানা বেগম রুমানা (২৫) নামের এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ এপ্রিল) সকালের দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ইসবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুমানা বেগম ওই গ্রামের মৃত্যু মতিয়ার রহমানের মেয়ে ও একই ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামের আল-আমিন মিয়ার স্ত্রী। তার একটি ছেলে (৫) সন্তান রয়েছে। এছাড়া ৩ মাসের গর্ভবর্তী ছিলেন রুমানা।
স্বজনরা জানায়, ইতোপুর্বে স্বামী আল-আমিনের সঙ্গে ঢাকায় বসবাস করতেন রুমানা। গেল ঈদের আগে সেই স্বামীর সঙ্গে মনোমানিল্য ঘটলে বাবার বাড়িতে চলে আসেন তিনি। এরই একপর্যায়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে রুমানার সঙ্গে পারিবারিক বিষয়ে মা-ভাইয়ের ঝগড়া হয়। আর এই অভিমানে আজ সকালে সবার অজান্তে ঘরের তীরে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বনগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্যা তাছলিমা খাতুন। তিনি বলেন, খবর পেয়ে থানা পুলিশ এসে রুমানার মরদেহ উদ্ধার করেছে।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, আজ শুক্রবার সকাল ১১ টার দিকে রুমানা নামের এক নারীর মনদেহ উদ্ধার করেছেন। সুরুতহাল রিপোর্ট শেষে মরদহটি গাইবান্ধা মর্গে পাঠানো হয়।
ভোরের আকাশ/এসএইচ
মা-ভাইয়ের সঙ্গে ঝগড়া
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৩ ঘন্টা আগে
আপডেট : ২৩ ঘন্টা আগে
গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা
গাইবান্ধার সাদুল্লাপুরে মা-ভাইয়ের সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস নিয়ে রোকসানা বেগম রুমানা (২৫) নামের এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ এপ্রিল) সকালের দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ইসবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুমানা বেগম ওই গ্রামের মৃত্যু মতিয়ার রহমানের মেয়ে ও একই ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামের আল-আমিন মিয়ার স্ত্রী। তার একটি ছেলে (৫) সন্তান রয়েছে। এছাড়া ৩ মাসের গর্ভবর্তী ছিলেন রুমানা।
স্বজনরা জানায়, ইতোপুর্বে স্বামী আল-আমিনের সঙ্গে ঢাকায় বসবাস করতেন রুমানা। গেল ঈদের আগে সেই স্বামীর সঙ্গে মনোমানিল্য ঘটলে বাবার বাড়িতে চলে আসেন তিনি। এরই একপর্যায়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে রুমানার সঙ্গে পারিবারিক বিষয়ে মা-ভাইয়ের ঝগড়া হয়। আর এই অভিমানে আজ সকালে সবার অজান্তে ঘরের তীরে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বনগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্যা তাছলিমা খাতুন। তিনি বলেন, খবর পেয়ে থানা পুলিশ এসে রুমানার মরদেহ উদ্ধার করেছে।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, আজ শুক্রবার সকাল ১১ টার দিকে রুমানা নামের এক নারীর মনদেহ উদ্ধার করেছেন। সুরুতহাল রিপোর্ট শেষে মরদহটি গাইবান্ধা মর্গে পাঠানো হয়।
ভোরের আকাশ/এসএইচ