কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ০৬:১৯ পিএম
ছবি: ভোরের আকাশ
দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টি ও উজানের পানিতে কুড়িগ্রামের ধরলা, ব্রম্মপুত্র, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে তিস্তা তীরবর্তী এলাকার চর ও নিম্নাঞ্চলের ঘর-বাড়ী, সড়ক ও আমনের ক্ষেত। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ৫ হাজার পরিবার। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
ভুরুঙ্গামারী উপজেলার তালুক শিমুলবাড়ী পয়েন্টে ধরলার পানি বৃদ্ধি পেয়ে ৩ সেন্টিমিটার, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেতু পয়েন্টে ধরলার পানি ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, ব্রম্মপুত্রের চিলমারী, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে পানি বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ভোরের আকাশ/জাআ