ছবি: ভোরের আকাশ
বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে দুধকুমার, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিমজ্জিত হয়ে পড়েছে প্রায় ১ হাজার ৭০০ হেক্টর জমির বিভিন্ন ফসল। এছাড়াও ১০টি পয়েন্টে তীব্র হয়েছে নদী-নদীর ভাঙ্গন। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের গ্রামীন সড়ক।
অপর দিকে রোববার রাত থেকে সদরের যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় দুধকুমারের ভাঙ্গনের কবলে পড়া অন্তত: ৫০টি বসত বাড়ি সরিয়ে নিয়েছেন স্থানীয়রা। ভাঙ্গনের হুমকীতে রয়েছে আরও শত শত পরিবার। একই পরিস্থিতি ভাঙ্গন কবলিত অন্যান্য পয়েন্টেরও। এ অবস্থা চলতে থাকলেও ভাঙ্গনরোধে কোন পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেও ভাঙ্গনরোধে কোন সমাধান পাননি তারা। এ কারনে ঘর-বাড়ি হারিয়ে নি:স্ব হয়ে পড়ছেন তারা।
সদরের যাত্রাপুর ইউনিয়নের বানিয়া পাড়া এলাকার লেবু মিয়া বলেন, একদিনে দুধকুমারের ভাঙনে গ্রামের ৫০টি পরিবার হারিয়েছে তাদের বসতবাড়ি। এখনো হুমকিতে অসংখ্য পরিবার। এখানে ভাঙন রোধের দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বড় ক্ষতি হবে এই এলাকার।
সদরের পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার কৃষক হাবিবুর রহমান বলেন, একদিনে পানি বৃদ্ধিতে আমার দুই বিঘা জমির আমন আবাদ পানিতে তলিয়ে গেছে। যদি পানি তারাতাড়ি নেমে যায় তাহলে ক্ষতি কম হতে পারে। আর যদি ৫-৬ দিন থাকে তাহলে সব সব নষ্ট হয়ে যাবে।
আর নষ্ট হয়ে গেলে বড় ক্ষতির মুখে পড়বো আমি।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজানের ঢলে গতরাত থেকে দুধকুমার ও ধরলার বেশ কিছু পয়েন্টে ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও আগামী আরও দুই দিন এসব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান সোমবার বিকেল চারটায় ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন পিরোজপুর জেলা বিএনপি’র প্রবীণ নেতা মোতালেব আকনের সঙ্গে।দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মোতালেব আকন। সম্প্রতি একটি বেসরকারী টিভি চ্যলেলে প্রচারিত এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসলে তা নজরে পড়ে তারেক রহমানের। পরে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করার জন্য। এরই ধারাবাহিকতায় সোমবার (৬ অক্টবর) বিকেলে এ ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান ।এছাড়া আরও উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের সদস্য ছাড়াও পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সদস্য আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।সাক্ষাৎ শেষে নেতারা জানান, দেশনায়ক তারেক রহমানের এই উদ্যোগ কেবল একজন প্রবীণ নেতার ইচ্ছা পূরণ নয়, বরং তৃণমূল কর্মীদের প্রতি তার আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তারা এ ঘটনাকে দলের ঐক্য সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।ভোরের আকাশ/জাআ
মুন্সিগঞ্জে প্রায় ১৫৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড।সোমবার (৬ অক্টোবর) বিকালে কোস্ট গার্ডের সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে রোববার মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে এসব জাল ও সুতা জব্দ করে বাহিনী।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা মুন্সিগঞ্জ সদর থানাধীন দয়াল বাজার মাদবর বাড়ি এবং মিরকাদিম উত্তর কাজি কসবা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালীন ৩টি গোডাউন ও ৩টি কারখানা তল্লাশি করে প্রায় ১৫৪ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ কোটি ৪০ লক্ষ ৫২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ১২ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল ও সুতার রিল মুন্সিগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।ভোরের আকাশ/এসএইচ
বগুড়ার শিবগঞ্জে এক নাটকীয় ঘটনায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে এক এসআই সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে পুলিশ ২০ জনের নাম উল্লেখ করে ও প্রায় ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে।ঘটনাটি শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের চকভোলাখাঁ গ্রামে। ছিনিয়ে নেওয়া ওই ব্যক্তি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু (বদর উদ্দিন বদরের ছেলে)। তিনি একাধিক মামলার আসামি বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল রাজুকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় গ্রামের নারী-পুরুষ হঠাৎ বিক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের চোখে-মুখে কাদা ছুড়ে ও ধস্তাধস্তি করে রাজুকে ছিনিয়ে নেয়।পুলিশ পরে সাঁড়াশি অভিযান শুরু করলে গ্রামটি প্রায় নারী-পুরুষশূন্য হয়ে পড়ে। এ অভিযানে নারীসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, “সরকারি কাজে বাধা দেওয়া ও আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আহত পাঁচ পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ২৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”তিনি আরও বলেন, “বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে, তবে নিরীহ কাউকে হয়রানি করা হবে না।”এদিকে ঘটনাকে ঘিরে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।ভোরের আকাশ/জাআ
নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাঢ়াগামী একটি অটোরিকশা জেলা পরিষদ কার্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী মৌমিতা পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীদের দুজন রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মোজাম্মেল হক নিহত হন।দুর্ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে চালক ও হেলপারকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে আহত চালক ও হেলপারকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠায়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এছাড়া গণধোলাইয়ের শিকার আরও দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। একটি মৌমিতা বাস অটোরিকশাকে ধাক্কা দিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, বাসটি জব্দ করা হয়েছে।”ভোরের আকাশ/জাআ