বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ০৭:৩৮ পিএম
ছবি: ভোরের আকাশ
বগুড়ার শিবগঞ্জে এক নাটকীয় ঘটনায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে এক এসআই সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে পুলিশ ২০ জনের নাম উল্লেখ করে ও প্রায় ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে।
ঘটনাটি শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের চকভোলাখাঁ গ্রামে। ছিনিয়ে নেওয়া ওই ব্যক্তি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু (বদর উদ্দিন বদরের ছেলে)। তিনি একাধিক মামলার আসামি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল রাজুকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় গ্রামের নারী-পুরুষ হঠাৎ বিক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের চোখে-মুখে কাদা ছুড়ে ও ধস্তাধস্তি করে রাজুকে ছিনিয়ে নেয়।
পুলিশ পরে সাঁড়াশি অভিযান শুরু করলে গ্রামটি প্রায় নারী-পুরুষশূন্য হয়ে পড়ে। এ অভিযানে নারীসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, “সরকারি কাজে বাধা দেওয়া ও আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আহত পাঁচ পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ২৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে, তবে নিরীহ কাউকে হয়রানি করা হবে না।”
এদিকে ঘটনাকে ঘিরে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ভোরের আকাশ/জাআ