হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ০২:৩৭ পিএম
ছবি: ভোরের আকাশ
কিশোরগঞ্জের হোসেনপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে হোসেনপুর উপজেলা প্রশাসন, বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, হোসেনপুর উপজেলা মূলধারা সাংবাদিক ঐক্য ফোরাম কুড়ি ঘাট স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি প্রদান করেন।
পরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণনাটা কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পৌর এলাকা সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা কুচকাওয়াজে অংশগ্রহণ করে।
উপজেলা পরিষদ হলরুমে ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও উপজেলা পরিষদ মাঠে ২৯ টি স্টলে বিজয় মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক যুব উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্য ও খাদ্য সামগ্রীর স্টল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকু ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব উজ্জ্বল হোসাইন ভেটেনারি চিকিৎসা সরঞ্জামাদি প্রদর্শনী স্থাপন করেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা নানা রকম পণ্য সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/মো.আ.