কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ০৩:১৮ পিএম
ছবি- ভোরের আকাশ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ছয়টা ৩৪ মিনিট ২৪ সেকেন্ডে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত স্মৃতিসৌধে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা প্রশাসন, অফিসার্স ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে অঙ্গসহযোগী সংগঠন, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, উপজেলা কৃষক দল, কাপাসিয়া প্রেসক্লাব, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি।
বাংলাদেশ স্কাউটস কাপাসিয়া উপজেলা শাখা, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া সাব রেজিস্ট্রার অফিস, কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কাপাসিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, মুক্তিযোদ্ধা সন্তান, কাপাসিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচি অনুযায়ী সকালে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান বা স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮টায় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ, ও ডিসপ্লে প্রদর্শন এবং পুরস্কার বিতরণ করা হয়।
সকাল এগারোটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ বিজয়মেলা, চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের আয়োজন করা হয়। কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল কাপাসিয়া শীর্ষক সংবাদ, সামগ্রী ও আলোকচিত্র প্রদর্শনীর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধে আত্নদানকারী বা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত বা প্রার্থনা করা হয়। সকল হাসপাতাল, এতিমখানা ও বৃদ্ধাশ্রমে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন বনাম সুধি একাদশ অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ। পরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোঃ সামসুদ্দীন খান, সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন নান্নু, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলার সর্বত্র স্কুল, কলেজ ও মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.