ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৫৬ পিএম
ছবি-ভোরের আকাশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বদল করার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, অসাবধানতার কারণে ওই ব্যক্তির পা রেললাইনের মধ্যে আটকে যায়। এ সময় ট্রেন চলাচল শুরু হলে তিনি ইঞ্জিনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম ভোরের আকাশকে জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
পরিচয় শনাক্ত না হলে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। সাধারণত দাফনের জন্য বেওয়ারিশ লাশ দাফনের স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরকে জানানো হয়।
ভোরের আকাশ/জাআ