নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩২ পিএম
ছবি- ভোরের আকাশ
নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইঘর বাসস্ট্যান্ড এলাকায় ওভার পাসের ওপর থেকে ট্রাক উল্টে পড়ে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। এঘটনার পর থেকে ট্রাকটির ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত পথচারী আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ওপর থেকে নিচে পড়ে যায়।এতে ঘটনাস্থলে থাকা এক পথচারী গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।এ সময় ট্রাকের চালক ও হেলপারসহ কয়েকজন আহত হন।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক উদ্ধারে কাজ শুরু করে।দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ট্রাকটি সরিয়েছে।বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
ভোরের আকাশ/জাআ