এস,এম সিপার, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৫:২১ পিএম
ছবি: ভোরের আকাশ
পিরোজপুরের নেছারাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পিরোজপুর জেলা বিএনপির সদস্য মোঃ ফখরুল আলম ও মোঃ আক্তার হোসেনের নেতৃত্বে উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেয়।
র্যালিটি উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বের হয়ে মিয়ারহাট-ইন্দেরহাট বাজার হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে আসছে।আগামী দিনগুলোতেও দলটি গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে।বাংলাদেশের গণতন্ত্রের পথে যতবারই সংকট এসেছে ততবারই বিএনপি হাল ধরেছে।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক প্রচার সম্পাদক মোঃ জাহিদ হোসেন, নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলা স্বেচ্ছাসেবক দল মোঃ মহাসিন মিয়া, মহিউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/জাআ