পিরোজপুর‑২ (কাউখালী, ভাণ্ডারিয়া, নেছারাবাদ) আসনে বিএনপির মনোনয়ন প্রার্থীর পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন দলটির মাহমুদ গ্রুপের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ভান্ডারিয়া উপজেলা বিএনপির একাংশে নেতা মাহমুদ হোসেন গ্রুপের আয়োজনে বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা শরীফ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মনির মল্লিক প্রমুখ।মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের দাবি ছিল দলীয়ভাবে পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতাদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া। অথচ আমাদের সেই দাবি গুরুত্ব পায়নি।” তারা আরও বলেন, “ভোটের রাজনীতিতে স্থানীয় জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি এবং মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা সবচেয়ে জরুরি। জনবান্ধব নেতা মাহমুদ হোসেনকে বাদ দিয়ে অজনপ্রিয় কাউকে প্রার্থী করা হলে তা বিএনপির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।” নেতাকর্মীরা সতর্ক করে বলেন, “ভুল প্রার্থীর মনোনয়নে নির্বাচনে ভরাডুবির আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই এখনই সময় পুনর্বিবেচনার। দলকে বাঁচাতে হলে, জনগণের প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।” তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, স্থানীয় তৃণমূলের মতামত শুনে সিদ্ধান্ত নিতে, যাতে দলের ভিত মজবুত হয় এবং আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি শক্ত অবস্থানে যেতে পারে। ভোরের আকাশ/জাআ
১৮ নভেম্বর ২০২৫ ০৯:১১ পিএম
অবৈধ দখলে হারাচ্ছে নাজিরপুরের কালীবাড়ি পুকুরের অস্তিত্ব
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের শতবর্ষী কালীবাড়ি পুকুরটি আজ অবৈধ দখলদারদের করাল গ্রাসে হারিয়ে যাচ্ছে। স্থানীয়দের ভাষায়, এই পুকুরটি শুধু একটি জলাশয় নয় এটি নাজিরপুরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অমূল্য নিদর্শন।জানা যায়, জমিদার আমলে খনন করা এই পুকুরটি শত বছর ধরে এলাকার মানুষের সুপেয় পানির অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন কালীবাড়ি মন্দির ও কালীবাড়ি জামে মসজিদ উভয় ধর্মীয় স্থাপনার ঐতিহ্যের সঙ্গে এই পুকুরটির নিবিড় সম্পর্ক রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের উপজেলা পর্যায়ের কর্তা ব্যক্তিরা প্রভাব খাটিয়ে যৌথভাবে এই পুকুরটি দখল করেন। পুকুরের তিনটি পাড়সহ বৃহৎ অংশ দখল করে সেখানে পাইল পুঁতে নির্মাণ করা হয়েছে একটি বাণিজ্যিক মার্কেট, যা বর্তমানে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে।দখলদারদের বর্জ্য ও নোংরা পানি পুকুরে ফেলা হচ্ছে নিয়মিতভাবে। ফলে এক সময়ের নির্মল জলাশয়টি এখন পরিণত হয়েছে দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে। এতে এলাকায় বেড়ে গেছে মশা-মাছির উপদ্রব এবং সৃষ্টি হয়েছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি।স্থানীয় প্রবীন বাসিন্দা আলতাফ হোসেন মৃধা বলেন, এই পুকুরের পানি দিয়েই আমরা অজু করতাম, রান্না করতাম। এখন এমন অবস্থা যে পাশে দাঁড়ানোও যায় না। যারা ক্ষমতার জোরে দখল করেছে, তাদের দ্রুত বিচার চাই।স্থানীয়রা দ্রুত এই অবৈধ স্থাপনা অপসারণ করে শতবর্ষী কালীবাড়ি পুকুরটিকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, যথাযথ পদক্ষেপ না নিলে অচিরেই হারিয়ে যাবে নাজিরপুরের এই ঐতিহাসিক জলাশয় ও তার ঐতিহ্য। নাজিরপুর উপজেলা ছাএদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ খান (লিলন) বলেন, আওয়ামী লীগ সরকারের দাপটে এবং প্রভাবশালীদের সমন্বয়ে ব্যক্তিগত স্বার্থের কারণে এ পুকুরটি দখল হয়ে গেছে। সাধারণ মানুষের দাবি এবং জলাশয়ের স্বার্থে কোনো গুরুত্ব দেওয়া হয়নি তৎকালীন আমলে।পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক নুরুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জেলা পরিষদের সার্ভেয়ার উৎপল কুমার দেউরি বলেন, আমি এই দখলের বিরোধিতা করেছি বহুবার, কিন্তু কোনো ফল পাইনি।ভোরের আকাশ/জাআ
১০ নভেম্বর ২০২৫ ০৫:২২ পিএম
বিএনপি হেরে গেলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে: কিসমত
পিরোজপুর জেলার নবনির্বাচিত কমিটির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেছেন, বিএনপি হারলে বাংলাদেশ হারবে, বিএনপি হেরে গেলে বাংলাদেশের মানুষ হেরে যাবে, বিএনপি হেরে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে।বুধবার রাতে পিরোজপুর জেলা বি এন পির কার্যালয় চত্বরে এক পথ সভায় একথা বলেন। জেলা বি এন পির সদস্য সচিবের দায়িত্ব পাওয়ার পর বুধবার রাতে পিরোজপুরে প্রথম পথ সভায় নেতা কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।প্রসংগত কয়েকদিন আগে পিরোজপুর সদর থানা বিএনপির সম্মলনে ভোটগ্রহণকালে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর কেন্দ্রীয় পিরোজপুর জেলা বিএনপি কমিটি বিলুপ্ত ঘোষণা করে।এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, তারেক রহমান আপনাদেরকে নতুন একটি কমিটি উপহার দিয়ে আপনাদেরকে খুশি করেছেন। অতএব আগামীতে তাকেও আগামী নির্বাচনে আমাদেরকে খুশি করতে হবে।তিনি বলেন, আপনারা বলছেন, নজরুল-কিসমত পরিষদ সবার সেরা পরিষদ। এই কমিটি ঘোষণা দিয়েছেন কে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কমিটি ঘোষণা দিয়েছেন। ক্রান্তিকালে এই কমিটি দেওয়া হয়েছে, সামনে নির্বাচন আবার দলের পুনর্গঠন, এরকম একটি গুরুত্বপূর্ণ সময়ে আগামী নির্বাচনে উনাকে আমরা তিনটি আসন উপহার দিব।সাইদুল ইসলাম কিসমত বলেন, পিরোজপুরে যেখানে সাংগঠনিক শূন্যতা আছে, নেতৃত্বের দুর্বলতা আছে, আমরা সবকিছু পূরণ করে কিভাবে সততার সাথে ঈমানী দায়িত্ব পালন করতে পারি, সে বিষয়ে আপনাদের সহযোগিতা আশা করি। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা নির্বাচনে মাঠে নামলে, তাহলে কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবেনা। ইতিমধ্যে যারা বিজয় উল্লাস করার জন্য অপেক্ষা করছেন তাদের ভোট কি আমাদের চেয়ে বেশি ? আমরা আগামী নির্বাচনে যদি আমাদের ভোট ধরে রাখতে না পারি তাহলে পিরোজপুরের এই নেতৃত্ব (নতুন কমিটি) দেয়ার কোন অর্থ আছে?এ সময় বক্তব্য রাখেন নবনির্বাচিত নির্বাচিত কমিটির আহবায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক এলিজা জামান। এর আগে পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যরা ঢাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার সমাধিতে পুস্পমাল্য অর্পণ করেন। পিরোজপুরে ফেরার পথে তারা ১৫টি পথসভায় মিলিত হন।ভোরের আকাশ/জাআ
২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৩ এএম
কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পিরোজপুর কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা সৃষ্টি ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সোমা সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. মাসুম মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী থানার এস আই মাসুদ, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।অনুষ্ঠানে মৎস্যজীবী ও জেলেরা উপস্থিত ছিলেন। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে এবং নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে।ভোরের আকাশ/জাআ
২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৩ এএম
ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা
স্বাস্থ্যসেবা সহজলভ্য করে গর্ভকালীন মাতৃ মৃত্যুহার, অপুষ্টিজনিত শিশু মৃত্যুর হার কমানোসহ সংক্রামক রোগের সংক্রমন প্রতিরোধে পিরোজপুরের ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।এতে এসডিএফ এর বরিশাল আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বর্ণালী দেবনাথ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদার, এসডিএফ এর পিরোজপুর জেলা ব্রাবস্থাপকহাফিজ আল মামুন। এছাড়াও বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট মনি রানী দাস, স্যানিটারি ইন্সপেক্টর জহিরুল ইসলাম প্রমুখ।কর্মশালায় বক্তারা বলেন উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের সরকারি প্রতিনিধি ও এসডিএফ-এর কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় পুষ্টি ও স্বাস্থ্যসেবা সহজলভ্য করার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।কর্মশালায় এসডিএফ-এর পক্ষ থেকে খাদ্য ও পুষ্টি, অপুষ্টিজনিত সমস্যার প্রতিকার, কিশোর-কিশোরীদের পুষ্টির গুরুত্ব, ইপিআই কর্মসূচির মাধ্যমে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়ার অভ্যাস এবং বসতভিটায় পুষ্টিবাগান স্থাপনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো বিশেষভাবে উপস্থাপন করা হয়। কর্মশালাটি সংশ্লিষ্টদের মধ্যে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ভোরের আকাশ/জাআ
২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৯ এএম
হত্যার দায়ে পিরোজপুরে ৩ জনের যাবজ্জীবন
হত্যার দায়ে পিরোজপুরে ৩ জনকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ডসহ প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।দন্ডপ্রাপ্তরা হলো পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার, বড় শৌলা গ্রামের মো. মনির মৃধার ছেলে মো. সোহাগ মৃধা ও ছোট শৌলা গ্রামের মো. আজিজ মল্লিকের ছেলে মো. শাহীন মল্লিক।পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান মঙ্গলবার দুপুরে এ রায় দেন। রায় ঘোষণার সময় শেষোক্ত দু’জন পলাতক ছিল।আদালত সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়শৌলা গ্রামের মো. আনোয়ার মিস্ত্রীর ছেলে আরিফুল ইসলাম (১৮) ২০১৮ সালের ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি। স্বজনরা অনেক খোঁজাখঁজির পর তাকে না পেয়ে ১৭ এপ্রিল মঠবাড়িয়া থানায় ৮১১ নম্বর সাধারন ডায়েরী করে। ১৮ এপ্রিল সকালে স্থানীয়রা বড়শৌলা খালে আরিফুলের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিহতের পরিবারকে খবর দিলে তারা লাশ শনাক্ত করেন। লাশের মাথায়, বুকে, পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিলো।ওই দিন বিকেলে নিহত আরিফের মা মোসা. ফরিদা বাদী হয়ে অজ্ঞাত আসামী উল্লেখে মঠবাড়িয়া থানায় এজাহার দায়ের করেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ প্রাথমিকভাবে ১২ জনকে আসামী করলেও তদন্তে সাজাপ্রাপ্ত ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় দেন।মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন ও আসামীর পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।ভোরের আকাশ/জাআ
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুইদিন ব্যাপী উপজেলা পর্যায়ে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।এ সময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার রিয়াজুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, আয়রন জয়কুল মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নান্না মিয়া, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হোসেন মনির মোল্লা, কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও দাবা প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক ও কারিগরি শাখার ৩১টি প্রতিষ্ঠান থেকে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।ভোরের আকাশ/জাআ
২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৩৩ এএম
কাউখালীতে সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি
কাউখালীতে মহিলা পরিষদের আয়োজনে সাম্প্রদায়িকতা পরিহার ও সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয় সামনে বৈচিত্র্যকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি ও সম্প্রীতি বজায় রাখার দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার, জ্যেষ্ঠ প্রভাষক সন্তোষ কুমার এদবর, জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক, সাবেক সভাপতি জাহানুর বেগম, তরুণ ব্যবসায়ী সুজন আইস প্রমুখ।ভোরের আকাশ/জাআ
২১ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৯ এএম
পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পিরোজপুর জেলা শাখার নতুন আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।নবগঠিত এ কমিটিতে নজরুল ইসলাম খান-কে আহবায়ক, সাইদুল ইসলাম কিসমত-কে সদস্য সচিব, এলিজা জামান-কে ১ম যুগ্ম আহবায়ক এবং অধ্যাপক আলমগীর হোসেন-কে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।দলীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা বিএনপিকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতেই এ আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা যায়।নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।ভোরের আকাশ/জাআ
২১ সেপ্টেম্বর ২০২৫ ১১:১০ এএম
মঠবাড়িয়ায় গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী-শ্বশুর আটক
পিরোজপুরের মঠবাড়িয়ায় পলী বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী গ্রামে ওই গৃহবধূর বাবার বসতঘরের মেঝে থেকে তার লাশ উদ্ধার করা হয়।ঘটনার দিন গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে স্বামী সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। নিহত গৃহবধূর স্বজনদের দাবি দাম্পত্য কলহের জের ধরে গৃহবধূও স্বামী হাসান মৃধা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ মেঝেতে ফেলে আত্মহত্যার প্রচারণা চালায়।নিহত গৃহবধূ লামিয়া আক্তার পলী মঠবাড়িয়া পৌরশহরের সবুজনগর মহল্লার বাসিন্দা হাসান মৃধার স্ত্রী। সে দুই বছর বয়সী এক ছেলে সন্তানের জননী।এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী হাসান মৃধা ও তার শ্বশুর লিটন হাওলাদারকে জিজ্ঞাসাবাদেও জন্য পুলিশ আটক করেছে।থানা ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া পৌর শহরের সবুজনগর মহল্লার মো. নাসির মৃধার ছেলে হাসান মৃধা প্রেমের সম্পর্কে জড়িয়ে গত তিন বছর আগে একই উপজেলার হারজী গ্রামের লিটন হাওলাদার এর মেয়ে পলী বেগমকে বিয়ে করে। বিয়ের পর থেকে স্বামীর পরাকীয়াজনিত চারিত্রিক দোষ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিলো। গত দুইদিন আগে গৃহবধূ পলী বেগমক স্বামী হাসান মৃধা ও তাদেও দুই বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যায়। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়। এরপর তারা ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে জামাই হাসান মৃধা তার ঘূমন্ত শশুরকে হাসান ডেকে তুলে জানায় পলী আত্মহত্যা করেছে। পলীর বাবা লিটন হাওলাদার ছুটে এসে দেখেন মেয়ের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। থানা পুলিশকে খবর দিলে দিলে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এসময় পুলিশ গৃহবধূর স্বামী হাসান ও তার শ্বশুরকে আটক করে।এ ব্যাপারে নিহত গৃহবধূর আপন খালা নুসরাত বেগম অভিযোগ করেন, আমার বোনের মেয়েকে দাম্পত্য কলহের জের ধওে তার লাশ ঘরের মেঝেতে ফেলে রাখে তার জামাই। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাই।হাসানের মা বিউটি বেগম জানান, আমার ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। আমরা চাই সঠিক তদন্ত হোক।এ ঘটনায় মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে বাবার বসতঘর হতে গৃহবূও লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় জ্ঞিাসাবাদেও জন্য গৃহবধূও স্বামী ও তার বাবাকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/জাআ
২১ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪৭ এএম
ইন্দুরকানীতে ১৩ জেলে ভারতের কারাগারে, পরিবারে চলছে আহাজারি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা এবং পার্শ্ববর্তী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুরের ১৩ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতের জলসীমায় প্রবেশ করায় সে দেশের কোস্ট গার্ডের হাতে আটক হয়েছেন। বর্তমানে তারা ভারতের পশ্চিমবঙ্গের কাটদ্বীপ জেল হাজতে বন্দি রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।গত ১২ সেপ্টেম্বর বিকেলে ইন্দুরকানীর পাড়েরহাট এলাকার মালেক বেপারীর মালিকানাধীন একটি ফিশিং ট্রলার ‘এম.ভি. মায়ের দোয়া’ নিয়ে সাগরে রওনা দেন ওই ১৩ জন জেলে। মাছ ধরার উদ্দেশ্যে ১ নম্বর চালনার খাড়ি বয়ায় জাল ফেলার কিছুক্ষণ পরই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ইঞ্জিনটি মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হন তারা। একপর্যায়ে স্রোতের টানে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যায় ভারতের জলসীমায়।এর পাঁচদিন পর, ১৭ সেপ্টেম্বর সকালে ভারতীয় কোস্ট গার্ড ট্রলারটি আটক করে এবং এর সঙ্গে থাকা জেলেদের আটক করে স্থানীয় পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠায়।আটকদের মধ্যে রয়েছেন চন্ডিপুর গ্রামের খোকন মাঝি, খায়রুল বাশার, মিরাজ শেখ, তরিকুল ডাকুয়া, শহিদুল ইসলাম, আকরাম খান, ইউসুফ মোল্লা, রাজু শেখ, রাকিব সিকদার ও মারুফ বেপারী। এছাড়াও বাদুর এলাকার আল-আমিন, চাড়াখালী এলাকার তরিকুল ইসলাম এবং উমেদপুর এলাকার শাহাদাহ হোসেন একই ট্রলারে ছিলেন।জেলেদের পরিবার জানায়, হঠাৎ করে ট্রলারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকেই তারা উৎকণ্ঠায় ছিলেন। পরে খবর আসে যে, ট্রলারটি ভারতের জলসীমায় ভেসে গিয়ে আটক হয়েছে। সন্তান, স্বামী বা ভাইয়ের খবর জানতে না পেরে পাগলপ্রায় হয়ে পড়েছেন স্বজনরা। অনেকেই চোখের পানি ফেলতে ফেলতে জানান,“আমরা শুধু তাদের নিরাপদে ফিরে পাওয়ার আশায় বেঁচে আছি।”ট্রলারের মালিক মালেক বেপারী জানান, “আমার ট্রলারেই তারা সাগরে গিয়েছিল। পরে ভারতীয় একটি সূত্র থেকে জানতে পারি, তারা কাটদ্বীপ জেলখানায় নিরাপদে আছে।”ঘটনাটি জানার পর ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, “আমরা ইতোমধ্যেই বিষয়টি ঊর্ধ্বতন দপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।”ভোরের আকাশ/জাআ