ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৫ পিএম
ছবি: ভোরের আকাশ
গাজীপুরের শ্রীপুরে একটি পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়ন তালতলী গ্রামেরবআলী পেপার কারখানা এলাকায় অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তর সহকারী পরিদর্শক মো. রকিবুল হাসান।
কারখানা মালিক পালিয়ে যায়। অভিযানকালে জমির মালিক হেলাল উদ্দিনের ছেলে নুরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি সীল গালা করে দেন ভ্রাম্যমান আদালত।
অভিযানের খবর পেয়ে অবৈধ পলিথিন কারখানার মালিক পালিয়ে যায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম জানান,
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পরিবেশবিরোধী কার্যক্রম পরিচালনার দায়ে কারখানাটিকে জরিমানা করা হয়েছে। অভিযানকালে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।
গাজীপুর পরিবেশ অধিদপ্তর সহকারী পরিদর্শক মো. রকিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। কারখানা মালিককে না পাওয়ায় জমির মালিককে এক লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন, কারখানা বন্ধ করে অবৈধ পলিথিন ধংস করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম জানান, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পরিবেশবিরোধী কার্যক্রম পরিচালনার দায়ে কারখানাটিকে জরিমানা করা হয়েছে। অভিযানকালে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।
ভোরের আকাশ/জাআ